কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ভোর থেকে দুপুর পর্যন্ত কখনো ভারী, কখনো হালকা বৃষ্টি হয়। আবার গা পোড়া রোদ। সন্ধ্যায় আবার বৃষ্টি। আজ শুক্রবার এমন দিনে শেষ হলো রাখাইন সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষা উৎসব।
সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের ঝাউবীথিতে শেষ দিনে ছিল আড্ডা। থাকে গান, খাওয়াদাওয়াসহ নানা আয়োজন।
এদিকে ঐতিহ্যবাহী এই উৎসবে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষ যোগ দেয়। পাশাপাশি সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারাও আনন্দ-উচ্ছ্বাসে মিলিত হয় তাদের সঙ্গে।
বিকেল ৪টার দিকে সৈকতে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের রাখাইন সম্প্রদায়ের মানুষ ঝাউবনের বালিয়াড়িতে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। ফাঁকে ফাঁকে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে পুরো এলাকা মাতিয়ে রেখেছেন।
প্রতিবছর মে মাসে এই উৎসব শুরু হলেও এ বছর ২১ এপ্রিল উৎসব শুরু হয় বলে জানান কক্সবাজার শহরের টেকপাড়ার ক্যং গ্রি রাখাইন।
রাখাইন সম্প্রদায়ের মানুষ জানান, প্রতিবছর বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান তিন মাসব্যাপী আষাঢ়ী পূর্ণিমার আগে (আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত) আড়াই থেকে তিন মাস সৈকতে এই উৎসব উদ্যাপন করা হয়। শেষ দিন সন্ধ্যায় সমুদ্রস্নান শেষে উৎসবের ইতি টানে হাজারো মানুষ।
সৈকতের ঝাউবনে অন্যদের মতো গোল হয়ে বসে আড্ডায় মেতেছিল ছেন মং, উ সিবু, মা ছানু, নিলা রাখাইন, দুলাল ত্রিপুরাসহ ১৫ জনের একটি দল। দলের অধিকাংশই চাকরিজীবী। কেউ এসেছেন খাগড়াছড়ি থেকে, আবার কেউ বান্দরবান থেকে। খাগড়াছড়ি থেকে আসা মি. ছেন মং আজকের পত্রিকাকে বলেন, এক বছর পর এই উৎসবে অনেক বন্ধুবান্ধব ও স্বজনের সঙ্গে দেখা হয়, কথা হয়। বেশ ভালো লাগে। বান্দরবান থেকে আসা মা ছানু রাখাইন বলেন, প্রতিবছর সমুদ্রপাড়ে এই উৎসবে এসে নিজের মতো করে সময় কাটানো যায়। অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়।
রাখাইন সম্প্রদায়ের নেত্রী মাটিন টিন আজকের পত্রিকাকে বলেন, শতাব্দীকাল ধরে রাখাইন সম্প্রদায় এই উৎসব উদ্যাপন করে আসছে। প্রথম দিকে কক্সবাজার শহরের অদূরে হিমছড়ির জঙ্গলে উৎসব উদ্যাপন করা হতো। তিন দশক ধরে সমুদ্র ও প্রকৃতিকে আরও নিবিড়ভাবে কাছে পেতে সৈকতের ঝাউবনে উদ্যাপন করা হয় বর্ষা উৎসব।

কক্সবাজারে ভোর থেকে দুপুর পর্যন্ত কখনো ভারী, কখনো হালকা বৃষ্টি হয়। আবার গা পোড়া রোদ। সন্ধ্যায় আবার বৃষ্টি। আজ শুক্রবার এমন দিনে শেষ হলো রাখাইন সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষা উৎসব।
সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের ঝাউবীথিতে শেষ দিনে ছিল আড্ডা। থাকে গান, খাওয়াদাওয়াসহ নানা আয়োজন।
এদিকে ঐতিহ্যবাহী এই উৎসবে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষ যোগ দেয়। পাশাপাশি সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারাও আনন্দ-উচ্ছ্বাসে মিলিত হয় তাদের সঙ্গে।
বিকেল ৪টার দিকে সৈকতে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের রাখাইন সম্প্রদায়ের মানুষ ঝাউবনের বালিয়াড়িতে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। ফাঁকে ফাঁকে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে পুরো এলাকা মাতিয়ে রেখেছেন।
প্রতিবছর মে মাসে এই উৎসব শুরু হলেও এ বছর ২১ এপ্রিল উৎসব শুরু হয় বলে জানান কক্সবাজার শহরের টেকপাড়ার ক্যং গ্রি রাখাইন।
রাখাইন সম্প্রদায়ের মানুষ জানান, প্রতিবছর বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান তিন মাসব্যাপী আষাঢ়ী পূর্ণিমার আগে (আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত) আড়াই থেকে তিন মাস সৈকতে এই উৎসব উদ্যাপন করা হয়। শেষ দিন সন্ধ্যায় সমুদ্রস্নান শেষে উৎসবের ইতি টানে হাজারো মানুষ।
সৈকতের ঝাউবনে অন্যদের মতো গোল হয়ে বসে আড্ডায় মেতেছিল ছেন মং, উ সিবু, মা ছানু, নিলা রাখাইন, দুলাল ত্রিপুরাসহ ১৫ জনের একটি দল। দলের অধিকাংশই চাকরিজীবী। কেউ এসেছেন খাগড়াছড়ি থেকে, আবার কেউ বান্দরবান থেকে। খাগড়াছড়ি থেকে আসা মি. ছেন মং আজকের পত্রিকাকে বলেন, এক বছর পর এই উৎসবে অনেক বন্ধুবান্ধব ও স্বজনের সঙ্গে দেখা হয়, কথা হয়। বেশ ভালো লাগে। বান্দরবান থেকে আসা মা ছানু রাখাইন বলেন, প্রতিবছর সমুদ্রপাড়ে এই উৎসবে এসে নিজের মতো করে সময় কাটানো যায়। অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়।
রাখাইন সম্প্রদায়ের নেত্রী মাটিন টিন আজকের পত্রিকাকে বলেন, শতাব্দীকাল ধরে রাখাইন সম্প্রদায় এই উৎসব উদ্যাপন করে আসছে। প্রথম দিকে কক্সবাজার শহরের অদূরে হিমছড়ির জঙ্গলে উৎসব উদ্যাপন করা হতো। তিন দশক ধরে সমুদ্র ও প্রকৃতিকে আরও নিবিড়ভাবে কাছে পেতে সৈকতের ঝাউবনে উদ্যাপন করা হয় বর্ষা উৎসব।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে