Ajker Patrika

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
পারকি সমুদ্রসৈকতে ভেসে আসা মৃত কচ্ছপ। ছবি: আজকের পত্রিকা
পারকি সমুদ্রসৈকতে ভেসে আসা মৃত কচ্ছপ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা।

প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে। দুই দিন ধরে সাগরের চরে পড়ে থাকলেও সরানোর কোনো পদক্ষেপ নেয়নি কেউ। এতে সৈকতের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।

‎জানা যায়, বাংলাদেশে মূলত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপ দেখা যায়। যার মধ্যে অলিভ রিডলি ও সবুজ কচ্ছপ বেশি পরিচিত। বঙ্গোপসাগরের চট্টগ্রাম, কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ এদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। শীত মৌসুমে জেলেদের জালের আঘাতে অথবা অতিরিক্ত ঠান্ডায় তাদের মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিবছর শীত মৌসুমে মৃত কচ্ছপ সৈকতের চরে ভেসে আসে। শুধু কচ্ছপ নয়, এই মৌসুমে বিভিন্ন প্রজাতির মৃত মাছও ভেসে আসে।

পারকি সৈকতের ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, দুই দিন ধরে সৈকতে মৃত কচ্ছপগুলো পড়ে রয়েছে। দ্রুত সরিয়ে না নিলে দুর্গন্ধ ছড়াবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, শীত মৌসুমে মৃত কচ্ছপ সাগর থেকে ভেসে আসে। সৈকতের পরিবেশ রক্ষায় মৃত কচ্ছপ দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বিসিসিআইকে ধুয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার

সিআইএ–এফবিআই এবং এলিট বাহিনী: যেভাবে কয়েক মাসে মাদুরোকে ধরতে ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভের’ প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র

কলকাতার পেজে লাখো ‘নেগেটিভ রিঅ্যাকশন’

আলোচনায় যুক্তরাষ্ট্রের ২০০ বছরের পুরোনো ‘মনরো ডকট্রিন’, কী আছে এতে

ট্রাম্পের নজর কি এবার গ্রিনল্যান্ডে!

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত