কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অপহৃত ১৬ মাঝি-মাল্লাকে উদ্ধার করেছে কক্সবাজারের মহেশখালী থানা-পুলিশ। এ সময় অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করা হয়। অপরদিকে কুতুবদিয়ায় অভিযান চালিয়ে র্যাব-৭ অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান দুটি চালানো হয়।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গায় অভিযান চালিয়ে ৩ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ১৬ জেলেকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জলদস্যুরা হলেন, মহেশখালীর কুতুবজোমের তাজিয়াকাটা এলাকার মোহাম্মদ কাইছার (১৯), মোহাম্মদ সোনা মিয়া (১৯) ও মোহাম্মদ তারেক (২৬)। এ সময় ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় লাইটার গান (এলজি), ২টি কিরিচ, ১টি দা,১০টি মোবাইল ফোন ও মাছ ধরার ট্রলারে ইঞ্জিনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
আব্দুর রাজ্জাক মীর জানান, গত ২৯ জানুয়ারি রাত ৯টার দিকে কক্সবাজারের নাজিরার টেক এলাকা থেকে ১৬ মাঝি-মাল্লাসহ এফবি ভাই ভাই-০৩ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে যায় জলদস্যুরা। এ ঘটনায় ট্রলার মালিক শাহাদত হোছেন কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশের একটি দল মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন জলদস্যুকে আটক করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে ও ট্রলার মালিক বাদী হয়ে ডাকাতির ঘটনায় আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
অপরদিকে কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ৮ টি আগ্নেয়াস্ত্র ও ২২টি গুলিসহ মোশারফ বাহিনীর প্রধান জলদস্যু মোশারফ হোসেন ও তাঁর দুই সহযোগীকে আটক করেছে চট্টগ্রাম র্যাব-৭। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খোপ এলাকার মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউবাগানে এ অভিযান চালানো হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার।
আটক মোশারফ হোসেন কুতুবদিয়ার সিকদার পাড়ার বাসিন্দা। এ ছাড়া তার সহযোগী মো. আজিজ (২৩) সন্দীপ পাড়ার এবং মো. রবিউল হাসান (২০) সিকদার পাড়ার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা সাগরে জলদস্যুতার পাশাপাশি এলাকার লবণ চাষিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। এ সময় ৩টি এসবিবিএল ও ৪টি এলজি বন্দুক এবং ২২টি গুলি জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, মোশারফ হোসেনের বিরুদ্ধে কুতুবদিয়া ও চট্টগ্রামের পাঁচলাইশ থানায় সরকারি সম্পত্তি আত্মসাৎ, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং মাদক আইনে ৬টি মামলা রয়েছে।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অপহৃত ১৬ মাঝি-মাল্লাকে উদ্ধার করেছে কক্সবাজারের মহেশখালী থানা-পুলিশ। এ সময় অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করা হয়। অপরদিকে কুতুবদিয়ায় অভিযান চালিয়ে র্যাব-৭ অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান দুটি চালানো হয়।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গায় অভিযান চালিয়ে ৩ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ১৬ জেলেকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জলদস্যুরা হলেন, মহেশখালীর কুতুবজোমের তাজিয়াকাটা এলাকার মোহাম্মদ কাইছার (১৯), মোহাম্মদ সোনা মিয়া (১৯) ও মোহাম্মদ তারেক (২৬)। এ সময় ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় লাইটার গান (এলজি), ২টি কিরিচ, ১টি দা,১০টি মোবাইল ফোন ও মাছ ধরার ট্রলারে ইঞ্জিনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
আব্দুর রাজ্জাক মীর জানান, গত ২৯ জানুয়ারি রাত ৯টার দিকে কক্সবাজারের নাজিরার টেক এলাকা থেকে ১৬ মাঝি-মাল্লাসহ এফবি ভাই ভাই-০৩ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে যায় জলদস্যুরা। এ ঘটনায় ট্রলার মালিক শাহাদত হোছেন কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশের একটি দল মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন জলদস্যুকে আটক করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে ও ট্রলার মালিক বাদী হয়ে ডাকাতির ঘটনায় আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
অপরদিকে কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ৮ টি আগ্নেয়াস্ত্র ও ২২টি গুলিসহ মোশারফ বাহিনীর প্রধান জলদস্যু মোশারফ হোসেন ও তাঁর দুই সহযোগীকে আটক করেছে চট্টগ্রাম র্যাব-৭। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খোপ এলাকার মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউবাগানে এ অভিযান চালানো হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার।
আটক মোশারফ হোসেন কুতুবদিয়ার সিকদার পাড়ার বাসিন্দা। এ ছাড়া তার সহযোগী মো. আজিজ (২৩) সন্দীপ পাড়ার এবং মো. রবিউল হাসান (২০) সিকদার পাড়ার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা সাগরে জলদস্যুতার পাশাপাশি এলাকার লবণ চাষিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। এ সময় ৩টি এসবিবিএল ও ৪টি এলজি বন্দুক এবং ২২টি গুলি জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, মোশারফ হোসেনের বিরুদ্ধে কুতুবদিয়া ও চট্টগ্রামের পাঁচলাইশ থানায় সরকারি সম্পত্তি আত্মসাৎ, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং মাদক আইনে ৬টি মামলা রয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে