নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বছরের শিশুর খতনা করাতে গিয়ে পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেলার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারকে টেকনাফে বদলি করা হয়েছে। একই সঙ্গে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে, গতকাল বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারকে কক্সবাজারের টেকনাফে বদলি করা হলো। তবে ঘটনার পর থেকে এখনো পলাতক রয়েছেন খতনা করা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (শিক্ষানবিশ) সৌরভ ভৌমিক।
শিশুটির বাবা বলেন, শিশুকে গতকাল বুধবার দুপুরে হাসপাতালে নিয়ে আসেন তিনিসহ তাঁর পরিবারের লোকজন। হাসপাতালে জরুরি বিভাগে আসার সঙ্গে সঙ্গে ইন্টার্ন চিকিৎসক সৌরভ ভৌমিক ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার নির্দিষ্ট চিকিৎসক আসার আগেই খতনার কাজ শুরু করেন। এ সময় সৌরভ ওই শিশুর পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেললে রক্তক্ষরণ শুরু হয়। এরপর দ্রুত জরুরি বিভাগ থেকে পালিয়ে যান সৌরভ ও বিজয়।
প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন বিশেষজ্ঞ সার্জারি কনসালট্যান্ট এ খতনা করেন। তবে এ হাসপাতালটিতে সার্জারি কনসালট্যান্ট না থাকায় একজন চিকিৎসক খতনার কাজ করতেন।
হাসপাতালের আরএমও মোহাম্মদ জোবায়ের জানান, হাসপাতালের নিয়মের বাইরে গিয়ে সৌরভ ও বিজয় এমন কাজ করেছেন। ইতিমধ্যে বিজয় কুমারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। আর ঘটনার পর থেকে পলাতক সৌরভ ভৌমিক, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বছরের শিশুর খতনা করাতে গিয়ে পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেলার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারকে টেকনাফে বদলি করা হয়েছে। একই সঙ্গে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে, গতকাল বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারকে কক্সবাজারের টেকনাফে বদলি করা হলো। তবে ঘটনার পর থেকে এখনো পলাতক রয়েছেন খতনা করা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (শিক্ষানবিশ) সৌরভ ভৌমিক।
শিশুটির বাবা বলেন, শিশুকে গতকাল বুধবার দুপুরে হাসপাতালে নিয়ে আসেন তিনিসহ তাঁর পরিবারের লোকজন। হাসপাতালে জরুরি বিভাগে আসার সঙ্গে সঙ্গে ইন্টার্ন চিকিৎসক সৌরভ ভৌমিক ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার নির্দিষ্ট চিকিৎসক আসার আগেই খতনার কাজ শুরু করেন। এ সময় সৌরভ ওই শিশুর পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেললে রক্তক্ষরণ শুরু হয়। এরপর দ্রুত জরুরি বিভাগ থেকে পালিয়ে যান সৌরভ ও বিজয়।
প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন বিশেষজ্ঞ সার্জারি কনসালট্যান্ট এ খতনা করেন। তবে এ হাসপাতালটিতে সার্জারি কনসালট্যান্ট না থাকায় একজন চিকিৎসক খতনার কাজ করতেন।
হাসপাতালের আরএমও মোহাম্মদ জোবায়ের জানান, হাসপাতালের নিয়মের বাইরে গিয়ে সৌরভ ও বিজয় এমন কাজ করেছেন। ইতিমধ্যে বিজয় কুমারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। আর ঘটনার পর থেকে পলাতক সৌরভ ভৌমিক, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
৯ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১০ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৫ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে