Ajker Patrika

জোয়ারের ধাক্কায় ধসে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের একাংশ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৮: ৪১
জোয়ারের ধাক্কায় ধসে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের একাংশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে এখনো উত্তাল বঙ্গোপসাগর। সমুদ্রের জোয়ারের প্রবল ধাক্কায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দুই অংশ ধসে গেছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জোয়ারের প্রবল ঢেউয়ের আঘাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া শ্মাশান এলাকায় মেরিন ড্রাইভের দুইটি অংশে একপাশ ধসে গেছে।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ধস।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সিত্রাংয়ের প্রভাবে সামুদ্রিক জোয়ার স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় আছড়ে পড়েছে। এতে সেখানে সড়কের দুই অংশে ১০ থেকে ১৫ ফুট অংশ ধসে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ধস।এদিকে জোয়ারের ধাক্কায় এ সড়কের হিমছড়ি, পাটুয়ারটেক ও বাহারছড়া এলাকায়ও ক্ষতি হয়েছে।

কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার এ সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত