Ajker Patrika

ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান

ফেনী প্রতিনিধি
ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান
ফেনী জেলা শিবিরের সভাপতি ও সেক্রেটারি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু হানিফ হেলাল, সেক্রেটারি হয়েছেন ইমাম হোসেন আরমান।

গতকাল শুক্রবার জেলার দারুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। ভবিষ্যতে সংগঠনের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদক।

শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস এম কামাল উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন, ফেনী শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত