Ajker Patrika

সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের দুদিন পর এক পর্যটকের মৃতদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ভেসে এসেছে। আজ বুধবার বিকেলে সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওই পর্যটকের নাম মো. রাহাত (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়। তিনি জানান, গত সোমবার দুপুরে কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় গোসলে নামে মো. রাহাতসহ চারজন। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রাহাত ভেসে যায়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।

স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, আজ বুধবার বিকেলে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা মৃতদেহটি উদ্ধার করে সাগর তীরে নিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এই মরদেহের ছবি নিখোঁজ পর্যটকের স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে।

উদ্ধার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত