নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রতারণার অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ দুজনের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বাদী নাজমে নওরোজ একজন নারী উদ্যোক্তা। তিনি মামলার আরজিতে প্রতারণার মাধ্যমে ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন। এতে সাইফুল আলম মাসুদকে দ্বিতীয় ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনকে প্রথম আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে চট্টগ্রাম নগরীর লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টটির আগে তিনজন শেয়ার হোল্ডার ছিলেন। পরে তিনি বাকি দুজন থেকে সব শেয়ার কিনে একক মালিকানায় ওই রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিলেন। সে সুবাদে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয় ও পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠে।
একপর্যায়ে সাইফুল আলম মাসুদ ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেন। এরপর সাইফুল আলম ওই নারীকে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকিজ তাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার নামে ওই ব্যাংক থেকে কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ নিতে সহযোগিতা করেন। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়।
এই সুযোগে আকিজ উদ্দিন ব্যাংকে ঋণের বিপরীতে থাকা ওই নারীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে কয়েক দফায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করেন। চলতি বছরের ২২ জুলাই নাজমে নওরোজ টাকাগুলো ফেরত চাইলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেন আকিজ উদ্দিন।
আইনজীবী শুভঙ্কর ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নাজমে নওরোজ নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে আকিজ উদ্দিন কয়েক দফায় ২৯ কোটি টাকা হাতিয়ে নেন। সাইফুল আলম মাসুদেরও এখানে যোগসাজশে আছে।
টাকা ফেরত চাইলে তাকে অপহরণ করে খুন করারও হুমকি দেওয়া হয়েছে।’ আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান এ আইনজীবী।

চট্টগ্রামে প্রতারণার অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ দুজনের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বাদী নাজমে নওরোজ একজন নারী উদ্যোক্তা। তিনি মামলার আরজিতে প্রতারণার মাধ্যমে ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন। এতে সাইফুল আলম মাসুদকে দ্বিতীয় ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনকে প্রথম আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে চট্টগ্রাম নগরীর লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টটির আগে তিনজন শেয়ার হোল্ডার ছিলেন। পরে তিনি বাকি দুজন থেকে সব শেয়ার কিনে একক মালিকানায় ওই রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিলেন। সে সুবাদে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয় ও পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠে।
একপর্যায়ে সাইফুল আলম মাসুদ ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেন। এরপর সাইফুল আলম ওই নারীকে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকিজ তাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার নামে ওই ব্যাংক থেকে কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ নিতে সহযোগিতা করেন। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়।
এই সুযোগে আকিজ উদ্দিন ব্যাংকে ঋণের বিপরীতে থাকা ওই নারীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে কয়েক দফায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করেন। চলতি বছরের ২২ জুলাই নাজমে নওরোজ টাকাগুলো ফেরত চাইলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেন আকিজ উদ্দিন।
আইনজীবী শুভঙ্কর ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নাজমে নওরোজ নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে আকিজ উদ্দিন কয়েক দফায় ২৯ কোটি টাকা হাতিয়ে নেন। সাইফুল আলম মাসুদেরও এখানে যোগসাজশে আছে।
টাকা ফেরত চাইলে তাকে অপহরণ করে খুন করারও হুমকি দেওয়া হয়েছে।’ আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান এ আইনজীবী।

সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
২ মিনিট আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে