বান্দরবান প্রতিনিধি
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী নার্স লেলসমকিম বমকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজ (অবমুক্ত) করা হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেবা-১ শাখার ৮ এপ্রিল এক স্মারকের আলোকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লেলসমকিম বমকে লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাৎক্ষণিক বদলি করা হয়। একই পত্রে, একই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নার্স দীপালি বৈড়াকেও লালমনিরহাটের একই হাসপাতালে বদলি করা হয়েছে।
পত্রে আরও বলা হয়, বদলিকৃত সিনিয়র নার্সরা ৯ এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন, তা না হলে ৯ এপ্রিল তারিখের বিকেলে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।
রুমা স্বাস্থ্য বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, স্ট্যান্ড রিলিজের কারণে ১০ এপ্রিল রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মস্থল ত্যাগ করেছেন লেলসমকিম বম।
স্থানীয় সূত্রে জানা যায়, কেএনএফ প্রধান নাথান বমের বাড়ি রুমা বাজারসংলগ্ন ইডেনপাড়া। যেখানে নাথান বমের কৈশোর কেটেছে। সেখানে কাঁচা-পাকা একটি টিনশেড ঘরে থাকতেন নাথান বম। নাথানের মা-বাবা কেউ বেঁচে নেই। নাথানের স্ত্রী লেলসমকিম বম, তাঁদের দুই সন্তান স্কেন্ডি বম (৫) ও স্কলার বম (১৫)। স্কলার বর্তমানে ভারতের মিজোরামে মামার বাড়িতে থেকে পড়ালেখা করছে। স্কেন্ডি স্থানীয় একটি স্কুলে প্রাক্-প্রাথমিকে পড়ছে।
৪ এপ্রিল লেলসমকিম বম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চাই, আমার স্বামী সুস্থ জীবনে ফিরে আসুক। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তার যাতে কিছু না হয়।’
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী নার্স লেলসমকিম বমকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজ (অবমুক্ত) করা হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেবা-১ শাখার ৮ এপ্রিল এক স্মারকের আলোকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লেলসমকিম বমকে লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাৎক্ষণিক বদলি করা হয়। একই পত্রে, একই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নার্স দীপালি বৈড়াকেও লালমনিরহাটের একই হাসপাতালে বদলি করা হয়েছে।
পত্রে আরও বলা হয়, বদলিকৃত সিনিয়র নার্সরা ৯ এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন, তা না হলে ৯ এপ্রিল তারিখের বিকেলে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।
রুমা স্বাস্থ্য বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, স্ট্যান্ড রিলিজের কারণে ১০ এপ্রিল রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মস্থল ত্যাগ করেছেন লেলসমকিম বম।
স্থানীয় সূত্রে জানা যায়, কেএনএফ প্রধান নাথান বমের বাড়ি রুমা বাজারসংলগ্ন ইডেনপাড়া। যেখানে নাথান বমের কৈশোর কেটেছে। সেখানে কাঁচা-পাকা একটি টিনশেড ঘরে থাকতেন নাথান বম। নাথানের মা-বাবা কেউ বেঁচে নেই। নাথানের স্ত্রী লেলসমকিম বম, তাঁদের দুই সন্তান স্কেন্ডি বম (৫) ও স্কলার বম (১৫)। স্কলার বর্তমানে ভারতের মিজোরামে মামার বাড়িতে থেকে পড়ালেখা করছে। স্কেন্ডি স্থানীয় একটি স্কুলে প্রাক্-প্রাথমিকে পড়ছে।
৪ এপ্রিল লেলসমকিম বম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চাই, আমার স্বামী সুস্থ জীবনে ফিরে আসুক। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তার যাতে কিছু না হয়।’
রমজান মাসের শেষ দিকে রাজধানীর যানজট আরও প্রকট হয়েছে; বিশেষ করে অফিস ছুটির পর। ব্যস্ত সড়কগুলোতে যানবাহন এক মিনিট চললে ১৫ মিনিট নিশ্চল থাকছে। ১০ মিনিটের পথ যেতে পার হচ্ছে ঘণ্টা। যানজটে আটকে অফিসফেরত দূরের যাত্রীদের অনেককে বাসার পরিবর্তে পথেই যানবাহনে ইফতার সারতে হচ্ছে। দিনে দিনে জট বাড়ছে।
৬ ঘণ্টা আগেমসলিন, জামদানি, তাঁত, বুটিক, বাটিক, ব্লক, সুতি কিংবা সিল্ক—সব ধরনের শাড়ির সম্মিলনস্থল হিসেবে বেইলি রোডের পরিচিতি অনেক দিনের। যাঁরা শাড়ি পরতে এবং কিনতে ভালোবাসেন, বেইলি রোডের শাড়ির দোকানগুলো তাঁদের কাছে বেশ প্রিয়। দেশের কারিগরদের তাঁতে বোনা হালকা শাড়ির পাশাপাশি ভারতীয় জমকালো শাড়িও মেলে এসব দোকানে।
৭ ঘণ্টা আগেপাবনার আমিনপুর থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এম রফিক উল্লাহকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ মার্চ থেকে তিনি কারাগারে।
৭ ঘণ্টা আগেবরিশালের ৮টি বালুমহাল বাগিয়ে নিতে ইজারার দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাইরে থেকে একজনকে উঠিয়ে নিয়ে যায় তারা।
৭ ঘণ্টা আগে