কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস-সংকটে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানাটিতে এর আগে যান্ত্রিক ত্রুটির (রিঅ্যাক্টরে সমস্যা) কারণে গত ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল। এখন দেড় মাস পর আবারও কারখানা বন্ধ হলো।
সিইউএফএল সূত্রে জানা গেছে, সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। গ্যাস-সংকট ও যান্ত্রিক নানা সমস্যা থাকায় গত অর্থবছর কারখানাটিতে প্রায় আড়াই লাখ টন ইউরিয়া সার উৎপাদিত হয়।
কৃষিনির্ভর বাংলাদেশে ইউরিয়া সারের বার্ষিক চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্যে সিইউএফএলসহ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ টন ইউরিয়া উৎপাদন করে। অবশিষ্ট সার উচ্চমূল্যে আমদানি করতে হয়।
কারখানার কর্মকর্তাদের তথ্যমতে, গত দুই বছর যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে উৎপাদনে ছিল না সিইউএফএল। ২০২৩-২৪ অর্থবছরে শুধু পাঁচ দিন চালু ছিল এ কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে পড়ার পর ১৩ অক্টোবর তা চালু হয়। এ বছর ৩ জানুয়ারি আবার তা বন্ধ হয়ে ২৬ ফেব্রুয়ারি রাতে চালু হয়েছিল।
জাপানের কারিগরি সহায়তায় ১৯৮৭ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। কারখানা চালু হওয়ার সময় দৈনিক ১ হাজার ৭০০ টন ও বার্ষিক ৫ লাখ ৬১ হাজার টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতা থাকলেও বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে। পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।
সিইউএফএলের ব্যবস্থাপক পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গ্যাসের চাপ কম থাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সরবরাহ প্রত্যাহার করে নেয়। এরপরই উৎপাদন বন্ধ হয়ে যায়। কবে নাগাদ উৎপাদন কার্যক্রম আবার চালু হবে, তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।

চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস-সংকটে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানাটিতে এর আগে যান্ত্রিক ত্রুটির (রিঅ্যাক্টরে সমস্যা) কারণে গত ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল। এখন দেড় মাস পর আবারও কারখানা বন্ধ হলো।
সিইউএফএল সূত্রে জানা গেছে, সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। গ্যাস-সংকট ও যান্ত্রিক নানা সমস্যা থাকায় গত অর্থবছর কারখানাটিতে প্রায় আড়াই লাখ টন ইউরিয়া সার উৎপাদিত হয়।
কৃষিনির্ভর বাংলাদেশে ইউরিয়া সারের বার্ষিক চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্যে সিইউএফএলসহ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ টন ইউরিয়া উৎপাদন করে। অবশিষ্ট সার উচ্চমূল্যে আমদানি করতে হয়।
কারখানার কর্মকর্তাদের তথ্যমতে, গত দুই বছর যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে উৎপাদনে ছিল না সিইউএফএল। ২০২৩-২৪ অর্থবছরে শুধু পাঁচ দিন চালু ছিল এ কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে পড়ার পর ১৩ অক্টোবর তা চালু হয়। এ বছর ৩ জানুয়ারি আবার তা বন্ধ হয়ে ২৬ ফেব্রুয়ারি রাতে চালু হয়েছিল।
জাপানের কারিগরি সহায়তায় ১৯৮৭ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। কারখানা চালু হওয়ার সময় দৈনিক ১ হাজার ৭০০ টন ও বার্ষিক ৫ লাখ ৬১ হাজার টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতা থাকলেও বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে। পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।
সিইউএফএলের ব্যবস্থাপক পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গ্যাসের চাপ কম থাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সরবরাহ প্রত্যাহার করে নেয়। এরপরই উৎপাদন বন্ধ হয়ে যায়। কবে নাগাদ উৎপাদন কার্যক্রম আবার চালু হবে, তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে