হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ইরাকের বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ দেশে আনা নিয়ে সংশয়ে স্বজনেরা। একাধিকবার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। তিন দিন ধরে ইরাকের একটি হাসপাতালের মর্গে পড়ে আছে মরদেহটি।
নিহত মো. নিরভের (২৪) বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তিনি হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচর থানারহাট এলাকার জামাল হোসেনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট নিরভ। গত মঙ্গলবার বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৮টার দিকে ইরাকে দুর্বৃত্তদের গুলিতে মারা যান তিনি।
নিহতের বড় ভাই থানারহাট বাজারের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, নিরভ মারা যাওয়ার পর তাঁর সঙ্গে থাকা লোকজন পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র ইরাকে বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছেন। কিন্তু দূতাবাসের লোকজন আন্তরিকভাবে দেখভাল করছেন না। অন্যদিকে, নিরভ যে প্রতিষ্ঠানের হয়ে ইরাকে কাজ করতেন, তারাও সহযোগিতা করছেন না। এখন তারা বাংলাদেশে ইরাকের দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করছেন।
রিয়াজ উদ্দিন আরও বলেন, নিরভের মারা যাওয়ার সংবাদ পেয়ে মা সকিনা খাতুন তিন দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। মাঝেমধ্যে জ্ঞান ফিরে এলে ছেলের মরদেহ দেখার আকুতি জানাচ্ছেন।
নিহতের স্বজন মো. ইলিয়াছ বলেন, চার বছর আগে কাজের সন্ধানে ইরাকে যান নিরভ। পরে বাগদাদ শহরের একটি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিকের কাজ নেন। গত মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানের ছয় শ্রমিকসহ নিরভ বাগদাদের আবদুল কাদের জিলানী (রা.) কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারত করে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কর্মস্থলে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যাস নিরভ।
মো. ইলিয়াছ আরও বলেন, পরিবারের পক্ষ থেকে বিয়ের কথাবার্তা হওয়ায় এক বছর পর দেশে আসার কথা ছিল তাঁর। ইরাকে থাকা এলাকার লোকজনের মাধ্যমে নিরভের মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। তাঁর মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। নিহতের স্বজনদের একটি আবেদন দিতে বলেছি। সেই আবেদনটি আমরা জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। সেখান থেকে সহযোগিতা নিয়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।’

ইরাকের বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ দেশে আনা নিয়ে সংশয়ে স্বজনেরা। একাধিকবার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। তিন দিন ধরে ইরাকের একটি হাসপাতালের মর্গে পড়ে আছে মরদেহটি।
নিহত মো. নিরভের (২৪) বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তিনি হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচর থানারহাট এলাকার জামাল হোসেনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট নিরভ। গত মঙ্গলবার বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৮টার দিকে ইরাকে দুর্বৃত্তদের গুলিতে মারা যান তিনি।
নিহতের বড় ভাই থানারহাট বাজারের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, নিরভ মারা যাওয়ার পর তাঁর সঙ্গে থাকা লোকজন পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র ইরাকে বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছেন। কিন্তু দূতাবাসের লোকজন আন্তরিকভাবে দেখভাল করছেন না। অন্যদিকে, নিরভ যে প্রতিষ্ঠানের হয়ে ইরাকে কাজ করতেন, তারাও সহযোগিতা করছেন না। এখন তারা বাংলাদেশে ইরাকের দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করছেন।
রিয়াজ উদ্দিন আরও বলেন, নিরভের মারা যাওয়ার সংবাদ পেয়ে মা সকিনা খাতুন তিন দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। মাঝেমধ্যে জ্ঞান ফিরে এলে ছেলের মরদেহ দেখার আকুতি জানাচ্ছেন।
নিহতের স্বজন মো. ইলিয়াছ বলেন, চার বছর আগে কাজের সন্ধানে ইরাকে যান নিরভ। পরে বাগদাদ শহরের একটি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিকের কাজ নেন। গত মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানের ছয় শ্রমিকসহ নিরভ বাগদাদের আবদুল কাদের জিলানী (রা.) কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারত করে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কর্মস্থলে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যাস নিরভ।
মো. ইলিয়াছ আরও বলেন, পরিবারের পক্ষ থেকে বিয়ের কথাবার্তা হওয়ায় এক বছর পর দেশে আসার কথা ছিল তাঁর। ইরাকে থাকা এলাকার লোকজনের মাধ্যমে নিরভের মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। তাঁর মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। নিহতের স্বজনদের একটি আবেদন দিতে বলেছি। সেই আবেদনটি আমরা জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। সেখান থেকে সহযোগিতা নিয়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে