Ajker Patrika

কক্সবাজারে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী এসডিজি ইয়ুথ সামিট 

আপডেট : ২৭ জুলাই ২০২২, ২০: ১৭
কক্সবাজারে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী এসডিজি ইয়ুথ সামিট 

পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে এসডিজি ইয়ুথ সামিট-২০২২। গত ২৩ ও ২৪ জুলাই এই সামিট অনুষ্ঠিত হয়। নয়টি সংগঠনের জোট এসডিজি ইয়ুথ অ্যালায়েন্সের আয়োজনে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ ৬টি দেশের বাছাইকৃত ৪ শতাধিক তরুণ এই সামিটে অংশ নেয়। 

২৩ জুলাই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে দ্য আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক ও এসডিজি ইয়ুথ সামিটের প্রধান উপদেষ্টা মো. মামুন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামিটের উপদেষ্টা শারমিন আফরোজ সুমি, ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, এশিয়ায় রিসার্চ অ্যান্ড রিসোর্স ফর উইমেনের প্রধান নির্বাহী সাই জ্যোতির্ময় র‍্যাচেলা, বেটার বাংলাদেশ টুমরোর সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী, ওয়ালটন হাইটেক ইটার্জিস পিএলসি তানভীর আনজুম, সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শমশের আলী। 

দুদিনব্যাপী এই সামিটে ৬টি বিষয়—ডিসেন্ট ওয়ার্ক ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইয়ুথ এক্সপেক্টেশন, কোয়ালিটি এডুকেশন ফর দ্য ফিউচার জেনারেশন, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এসআর এইচআর, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড মাইগ্রেশন স্টার্টআপ এন্টোপ্রেনার অ্যান্ড ইনোভেশন ও ক্লাইমেট অ্যাকশনের সেশন অনুষ্ঠিত হয়। 

প্রথম সেশন ওয়ার্ক ফর ইকোনমিক গ্রোথে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন পিএলসির নির্বাহী পরিচালক তানভীর আনজুম, ম্যাসলো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শারমিন আফরোজ সুমি। সেশনটি মডারেট করেছেন ইউএনডিপি বাংলাদেশের যুব সমন্বয়কারী মাহমুদুল হাসান। 

দ্বিতীয় সেশন কোয়ালিটি এডুকেশন ফর দ্য ফিউচার জেনারেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন, সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শমশের আলী এবং আনিসুর রহমান মল্লিক, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, চিফ বিজনেস অফিসার (ফ্রিজ প্রোডাক্ট), এসডিজি সেলের এক্সিকিউটিভ মেম্বার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সেশনটি মডারেট করেছেন ইএমকে সেন্টারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আকিব মো. শাতিল। 

একইদিন বিকেলে সৈকতপাড়ে তামাক বিরোধী র‍্যালির আয়োজন করা হয়। এতে ২০৪০ সালের মধ্যে ‘টোব্যাকো ফ্রি বাংলাদেশ’ গড়ার শপথ নেন তরুণেরা। পাশাপাশি তামাকমুক্ত বাংলাদেশ গড়তে শপথ করেন ৬টি দেশের প্রায় ৪ শতাধিক তরুণ। এরপরই সমুদ্র সৈকতপাড়ে তরুণেরা মেতে উঠে গান ও ফানুস উৎসবে। সন্ধ্যায় সামিটের সাংস্কৃতিক অনুষ্ঠানে রাখাইন নৃত্য, কক্সবাজারের শিল্পীদের পরিবেশনা ও ডেলিগেটদের পারফরম্যান্স মুখরিত করে তুলে সামিট। 

সামিটে আরও উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ–২০১৯ রাফা নানজীবা তোরসা। সংগীত পরিবেশনা করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাইরিন জাওয়াদ। সামিটের দ্বিতীয় ও সমাপনী দিনের প্রথম সেশন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড মাইগ্রেশন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার শিরিন সুলতানা লিরা, ইপসার ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান, প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান ও শামীম হায়দার পাটোয়ারী এমপি। 

ইয়ুথ সামিটের অতিথি এবং অংশগ্রহণকারীদের একাংশ।শামীম হায়দার পাটোয়ারি বলেন, ‘যখন আমরা কোনো সমস্যায় পড়ি তখন সমস্যা সমাধানের জন্য আমরা নীতি নির্ধারকদের ওপর নির্ভর করি। নীতি নির্ধারকদের উচিত তরুণবান্ধব নীতি তৈরি করা। কিন্তু এ ক্ষেত্রে ঘাটতিই বেশি দেখা যায়। রোহিঙ্গা সংকটের কারণে দেশে একধরনের অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে।’ তিনি বলেন আরও বলেন, ‘আমাদের দেশ থেকে কার্বন নিঃসরণ বেশি হয় না কিন্তু আমরা বেশি ভুক্তভোগী। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে আমাদের অর্থনীতির ওপর। তবে বাংলাদেশের তরুণেরা প্রযুক্তিবান্ধব হওয়ায় দেশ বেশ এগিয়ে যাচ্ছে।’ 

দ্বিতীয় সেশন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস এ এশিয়ান রিসার্চ অ্যান্ড রিসোর্স ফর উইমেনের পক্ষ থেকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—উম্মে সালমা (ভার্চুয়াল) ও সামিয়া রহমান। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ডক্টর নাসরীন জাহান, আইআরসি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র হেলথ কর্ডিনেটর ডক্টর আবু সায়েম মো. শাহীন ও টেকনিক্যাল ম্যানেজার প্রীচিলা পাওউল। সেশনটি মডারেটর করেন এশিয়ান রিসার্চ অ্যান্ড রিসোর্স ফর উইমেনের প্রতিনিধি মমতা হেনা জুতি। 

তৃতীয় সেশন ক্লাইমেট অ্যাকশনের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশনের কান্ট্রি লিড মনোয়ার মোস্তফা, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের কনভেনর নাহিম রাজ্জাক এমপি ও চেয়ারপারসন তানভীর শাকিল জয় এমপি। সেশনটি মডারেট করেন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান নির্বাহী সোহানুর রহমান। উক্ত সেশনে তরুণেরা জলবায়ু সংকট, ব্লু-ইকোনমি, কার্বন ট্যাক্স নিয়ে অভিজ্ঞদের মতামত শোনেন এবং জলবায়ু সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

চতুর্থ সেশন অন্ট্রাপ্রেনারশিপ, ইনোভেশন অ্যান্ড স্টার্টআপের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর পরামর্শক ভাস্কর ভট্টাচার্য, মো. আলতাফ হোসেন, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), আইডিয়া প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি বিভাগ, মীর শাহরুখ ইসলাম, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড, কাজল আবদুল্লাহ, জাহাজী সহ প্রতিষ্ঠাতা ও এমডি, জাহাজী লি. , মাশহারার ভূঁইয়া, অপারেটিভ ডিরেক্টর এবং সিইও-এর যুগ্ম সচিব, এসডিজি সেলের সহকারী সাধারণ সম্পাদক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, বেটার বাংলাদেশ টুমরো। সেশনটি মডারেট করেছেন সিদ্ধার্থ গোস্বামী, হেড অফ অপারেশনস, স্টার্টআপ বাংলাদেশ। 

এসডিজি ইয়ুথ সামিট–২০২২ এর সমাপনী অনুষ্ঠানে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সভাপতি তানভীর শাকিল জয়ের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শামীম হায়দার পাটোয়ারী, আশেক উল্লাহ রফিক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কর্মী-সমর্থক পরিবেষ্টিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে যান বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান। ছবি: আজকের পত্রিকা
কর্মী-সমর্থক পরিবেষ্টিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে যান বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীসহ সর্বোচ্চ ৫ জন উপস্থিত থাকতে পারবেন, এমন নির্দেশনা থাকলেও শতাধিক নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেছেন তিনি।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন দাখিল করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান সাঈদ আল নোমান। এ সময় তাঁর সঙ্গে শতাধিক নেতা-কর্মী ছিলেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে দুই পক্ষের ধাক্কাধাক্কি শুরু হয়। পরে সাঈদ আল নোমান কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। তবে শুধু সাঈদ আল নোমানই নন, মনোনয়ন জমা দিতে আসা প্রায় সব প্রার্থীই কর্মী-সমর্থক পরিবেষ্টিত হয়ে এসেছেন।

এ ব্যাপারে সাঈদ আল নোমান বলেন, ‘এটা একদিকে যেমন প্রাপ্তির, অন্যদিকে বিব্রতকরও। এটা বাবার সময় থেকে দেখে আসছি।’ এমন পরিস্থিতির জন্য বিব্রতবোধ করার কথাও জানান তিনি।

নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তাঁর প্রস্তাবক, সমর্থকসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না; এ সময় কোনো ধরনের মিছিল, শোডউন করলে আচরণবিধি লঙ্ঘন হবে।

এ বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দিনের মোবাইল ফোনে কল করা হলে তাঁর একান্ত সচিব মো. রিদুয়ানুল ইসলাম জানান, ‘স্যার (বিভাগীয় কমিশনার) মনোনয়নপত্র জমা নিয়ে ব্যস্ত আছেন। এই বিষয়ে তিনি পরে কথা বলবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আটক আরাফাত জামান। ছবি: ডিএমপি
আটক আরাফাত জামান। ছবি: ডিএমপি

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের ডাকা অবরোধ কর্মসূচি থেকে ‘খেলনা পিস্তলসহ’ এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. আরাফাত জামান (৩৯)। তিনি ধানমন্ডীর জিগাতলা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের স্বেচ্ছাসেবক ও উপস্থিত সাধারণ জনতা সন্দেহজনক আচরণের কারণে ওই যুবককে আটক করে। পরে তাঁর হেফাজত থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় এবং পরে পুলিশে দেওয়া হয়।

উদ্ধার করা পিস্তল। ছবি: ডিএমপি
উদ্ধার করা পিস্তল। ছবি: ডিএমপি

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ইনকিলাব মঞ্চের উদ্যোগে অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের স্বেচ্ছাসেবক ও সাধারণ জনতা খেলনা পিস্তলসহ একজনকে আটক করে। ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার প্রতিনিধি
ঠান্ডার মধ্যে শীতবস্ত্র ছাড়াই কাজে বের হয়েছেন বাগানের চা-শ্রমিক নারীরা। ছবি: আজকের পত্রিকা
ঠান্ডার মধ্যে শীতবস্ত্র ছাড়াই কাজে বের হয়েছেন বাগানের চা-শ্রমিক নারীরা। ছবি: আজকের পত্রিকা

পৌষের মাঝামাঝিতে হাড়কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে মৌলভীবাজারের জনজীবন। তীব্র শীতে খেটেখাওয়া মানুষ, বিশেষ করে জেলার ৯২টি চা-বাগানের শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে। কনকনে ঠান্ডার মধ্যেই কাজে যেতে হচ্ছে তাঁদের। শীত থেকে বাঁচার মতো প্রয়োজনীয় গরম কাপড়ও নেই শ্রমিকদের। একই সঙ্গে ঠান্ডার রোগে আক্রান্ত হচ্ছেন বাগানের বয়স্ক থেকে শিশুরা।

শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী কয়েক দিন তাপমাত্রা একই রকম থাকতে পারে।

সূর্যের দেখা না মেলায় ও ঘন কুয়াশা থাকায় মৌলভীবাজারে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এই ঠান্ডার মধ্যেই গাছ-গাছালিতে ঘেরা চা-বাগানগুলোয় সকাল থেকে কাজে নেমে পড়ছেন চা-শ্রমিকের। তাঁদের পরনে নেই পর্যাপ্ত গরম কাপড়। অনেকে ঠান্ডার রোগে আক্রান্ত হচ্ছেন।

চা-শ্রমিকেরা জানান, শীতের কারণে অনেক কষ্টে পড়েছেন তাঁরা। বাগান কর্তৃপক্ষ তাঁদের কোনো শীতবস্ত্র দেয় না। আর নিজেদের স্বল্প আয় দিয়ে গরম কাপড় কেনার সাধ্যও তাঁদের নেই। রাতে ঠান্ডার জন্য অনেকেই ঘুমাতে পারেন না। শীত নিবারণে ঘরের ভেতরে ও বাইরে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে রাত কাটাতে হয়। কেউ কেউ বস্তা বিছিয়ে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন।

শমশেরনগর চা-বাগানের চা-শ্রমিক গীতা রবিদাস ও মায়া রবিদাস বলেন, ‘এই শীতে কাজ করা অনেক কষ্টের। আমরা চা-শ্রমিকেরা কোনো শীতবস্ত্র পাই না। বাগানের শ্রমিকদের অবস্থা খুবই করুণ। ঠান্ডায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’

চা-শ্রমিকনেতা সীতারাম বিন বলেন, ‘প্রতিবছর শীতের সময় চা-শ্রমিকদের বেশি কষ্ট হয়। এমনিতেই শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার জেলায় শীত বেশি পড়ে। এ জেলায় ৯২টি চা-বাগান রয়েছে। কোনো বাগানের শ্রমিকদের পর্যাপ্ত গরম কাপড় নেই। প্রতিদিন ঠান্ডার কারণে অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছেন চা-শ্রমিকেরা। বিশেষ করে শীতে বাগানের শিশু ও বৃদ্ধরা অনেক কষ্টে আছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কয়েক দিন ধরেই এই অঞ্চলে শীতের দাপট বেড়েছে। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। আরও কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে।

শীতের দাপট বাড়ার সঙ্গে ঠান্ডার রোগীর সংখ্যাও বাড়ছে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি ও ডাইরিয়ায় আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। অনেকেই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ছুটছেন। কেউ প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে বাড়িতে ফিরছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, শীতের মধ্যে সবাইকে পর্যাপ্ত গরম কাপড় পরতে হবে। বিশেষ করে এ সময় শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি খেয়াল রাখতে হবে। তাদেরকে বেশি করে গরম কাপড় পরিধান করে রাখতে হবে।

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘আমরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করেছি। কেউ আবেদন করলে তাদের শীতবস্ত্র দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ময়মনসিংহ প্রতিনিধি
জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত
জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে সদস্যপদ স্থগিত হওয়া জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। একই আসনে দলের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান মিলন।

এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আখতারুল আলম ফারুক, খেলাফত মজলিসের মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. নূরে আলম সিদ্দিকী।

অপর দিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন প্রয়াত প্রকৌশলী শামছ উদ্দিনের স্ত্রী অধ্যক্ষ আখতার সুলতানা, ছেলে তানভীর আহমেদ রানা ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম।

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম জানান, এই আসনে নির্বাচনের জন্য ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, তাঁর মধ্যে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা যায়, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান মিলনকে মনোনয়ন দিলে অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থকেরা প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে কর্মসূচি পালন করেন। তাঁরা জামায়াত মনোনীত প্রার্থী পরিবর্তন ও অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে বিক্ষোভ-মিছিল করেন।

এরপর গত ১৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করে জামায়াতে ইসলামী।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, ‘দল আমাকে মূল্যায়ন না করলেও মানুষের ভালোবাসায় প্রার্থী হয়েছি। নির্বাচনে সাধারণ মানুষ আমার ওপর আস্থা রাখবে।’

উল্লেখ্য, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন। মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ২ লাখ ৫ হাজার ৪৭৯ জন পুরুষ ও ২ লাখ ৭ হাজার ৩৬২ জন নারী এবং হিজড়া দুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত