নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী মোহসেনা খাতুনের (৬২) মৃত্যুর মাত্র চার ঘণ্টা পর মারা গেলেন স্বামী আবু ছায়েদ (৭০)। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার সকালে চরকাঁকড়া ইউনিয়নে জানাজা শেষে দুজনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবু ছায়েদ উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার বাসিন্দা।
মৃতদের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহসেনা খাতুন। স্ত্রীর মৃত্যুর খবরের চার ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান আবু ছায়েদ।
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, আবু ছায়েদ দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক আবু ছায়েদকে বাড়িতে পাঠালে অসুস্থ স্বামীকে নিয়ে চিন্তায় পড়েন স্ত্রী মোহসেনা খাতুন। স্বামীর চিন্তায় কয়েক দিন আগে স্ট্রোক করেন মোহসেনা। তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহসেনা খাতুন।
তাঁদের বড় ছেলে মো. শাহাজাহান বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মা পুরো সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ করে তাঁরা দুজনই আমাদের ছেড়ে চলে গেছেন। সকালে জানাজা শেষে আমাদের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।’
চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী সুস্থ ছিলেন। তবে স্বামীর অসুস্থতা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি। তাঁদের উভয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী মোহসেনা খাতুনের (৬২) মৃত্যুর মাত্র চার ঘণ্টা পর মারা গেলেন স্বামী আবু ছায়েদ (৭০)। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার সকালে চরকাঁকড়া ইউনিয়নে জানাজা শেষে দুজনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবু ছায়েদ উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার বাসিন্দা।
মৃতদের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহসেনা খাতুন। স্ত্রীর মৃত্যুর খবরের চার ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান আবু ছায়েদ।
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, আবু ছায়েদ দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক আবু ছায়েদকে বাড়িতে পাঠালে অসুস্থ স্বামীকে নিয়ে চিন্তায় পড়েন স্ত্রী মোহসেনা খাতুন। স্বামীর চিন্তায় কয়েক দিন আগে স্ট্রোক করেন মোহসেনা। তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহসেনা খাতুন।
তাঁদের বড় ছেলে মো. শাহাজাহান বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মা পুরো সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ করে তাঁরা দুজনই আমাদের ছেড়ে চলে গেছেন। সকালে জানাজা শেষে আমাদের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।’
চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী সুস্থ ছিলেন। তবে স্বামীর অসুস্থতা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি। তাঁদের উভয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১৯ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে