নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী থেকে নিখোঁজের পাঁচ দিন পর ঢাকার পল্লবী এলাকা থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। টিকটকারদের প্রলোভনে পড়ে রঙিন জীবনযাপনের আশায় তাঁরা ঢাকায় গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তরুণীরা হলেন ২১ বছর বয়সী আফরোজা ও ১৯ বছর বয়সী জহুরা (ছদ্মনাম)।
পুলিশ বলছে, উদ্ধারকৃত দুই তরুণীর মধ্যে একজন বিবাহিত এবং অপরজন পড়ালেখা করেন। তাঁরা দুজন সম্পর্কে একে অপরের বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ব্যবহার করতেন দুজনই। গত ৩০ এপ্রিল তাঁরা নিজেদের মধ্যে যোগসাজশে ঢাকার এক টিকটকার গ্রুপের প্রলোভনে পড়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় তাঁদের দুজনের পরিবারের পক্ষ থেকে ১ মে সুধারাম মডেল থানায় আলাদা দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের উদ্ধারে অভিযানে নামে নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল।
এ বিষয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের একটি দল ময়মনসিংহ ও ঢাকার একাধিক স্থানে প্রায় ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার রাতে পল্লবী থেকে তাঁদের দুজনকে উদ্ধার করে। এর আগে ওই টিকটকাররা তাঁদের নিয়ে একাধিক স্থান ও বাসা পরিবর্তন করে। আমাদের তৎপরতার কারণে সর্বশেষ তাঁদের দুজনকে রেখে পালিয়ে যায় টিকটকার গ্রুপটি। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।’

নোয়াখালী থেকে নিখোঁজের পাঁচ দিন পর ঢাকার পল্লবী এলাকা থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। টিকটকারদের প্রলোভনে পড়ে রঙিন জীবনযাপনের আশায় তাঁরা ঢাকায় গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তরুণীরা হলেন ২১ বছর বয়সী আফরোজা ও ১৯ বছর বয়সী জহুরা (ছদ্মনাম)।
পুলিশ বলছে, উদ্ধারকৃত দুই তরুণীর মধ্যে একজন বিবাহিত এবং অপরজন পড়ালেখা করেন। তাঁরা দুজন সম্পর্কে একে অপরের বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ব্যবহার করতেন দুজনই। গত ৩০ এপ্রিল তাঁরা নিজেদের মধ্যে যোগসাজশে ঢাকার এক টিকটকার গ্রুপের প্রলোভনে পড়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় তাঁদের দুজনের পরিবারের পক্ষ থেকে ১ মে সুধারাম মডেল থানায় আলাদা দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের উদ্ধারে অভিযানে নামে নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল।
এ বিষয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের একটি দল ময়মনসিংহ ও ঢাকার একাধিক স্থানে প্রায় ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার রাতে পল্লবী থেকে তাঁদের দুজনকে উদ্ধার করে। এর আগে ওই টিকটকাররা তাঁদের নিয়ে একাধিক স্থান ও বাসা পরিবর্তন করে। আমাদের তৎপরতার কারণে সর্বশেষ তাঁদের দুজনকে রেখে পালিয়ে যায় টিকটকার গ্রুপটি। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।’

যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩০ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
১ ঘণ্টা আগে