ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের ওপর থেকে ইট পড়ে স্কুলশিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুন্সেফ পাড়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, শহরের শেরপুর এলাকার বাসিন্দা সারোয়ার হাসানের স্ত্রী নাজিয়া করিম (৩৫) ও তাঁর মেয়ে স্কুলশিক্ষার্থী আয়েশা আঞ্জুম (৭), মুন্সেফ পাড়ার বাসিন্দা বিপ্লবের স্ত্রী নয়ন তারা (৩২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
আহত নাজিয়া করিম বলেন, স্কুল ছুটির পর আমরা সব অভিভাবকেরা স্কুলের নিচে দাঁড়িয়ে ছিলাম। এ সময় স্কুলের পাশে একটি বহুতল ভবনের ওপর থেকে বেশ কয়েকটি ইট আমাদের তিনজনের ওপরে পড়ে। অন্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিকপক্ষ ও শ্রমিকেরা পালিয়ে যান।
একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, আমাদের ছেলেমেয়েদের স্কুলের দেওয়ার পর অভিভাবকেরা স্কুলের নিচের দাঁড়িয়ে অপেক্ষা করি। কিন্তু প্রায় সময় নির্মাণাধীন ভবন থেকে ময়লা-আবর্জনা নিচে ফেলা হয়। আমরা বেশ কয়েকবার স্কুল কর্তৃপক্ষকে বলেছি আমাদের বসার জন্য একটি জায়গা করে দিতে। কিন্তু তাঁরা কিছু করেননি।
ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার বলেন, নির্মাণাধীন ভবনের পাশে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শুরুর পর থেকেই আমরা মালিকপক্ষকে নিরাপত্তা ছাউনি ভালো করে দেওয়ার জন্য বলে আসছি। কিন্তু তাঁরা আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি।
অভিযোগের বিষয়ে জানতে হেভেন ওয়ার্ড প্রপার্টিজ লিমিটেড কনসালট্যান্ট অ্যান্ড কনস্ট্রাকশনের মালিক সুজনের মোবাইলে একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের ওপর থেকে ইট পড়ে স্কুলশিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুন্সেফ পাড়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, শহরের শেরপুর এলাকার বাসিন্দা সারোয়ার হাসানের স্ত্রী নাজিয়া করিম (৩৫) ও তাঁর মেয়ে স্কুলশিক্ষার্থী আয়েশা আঞ্জুম (৭), মুন্সেফ পাড়ার বাসিন্দা বিপ্লবের স্ত্রী নয়ন তারা (৩২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
আহত নাজিয়া করিম বলেন, স্কুল ছুটির পর আমরা সব অভিভাবকেরা স্কুলের নিচে দাঁড়িয়ে ছিলাম। এ সময় স্কুলের পাশে একটি বহুতল ভবনের ওপর থেকে বেশ কয়েকটি ইট আমাদের তিনজনের ওপরে পড়ে। অন্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিকপক্ষ ও শ্রমিকেরা পালিয়ে যান।
একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, আমাদের ছেলেমেয়েদের স্কুলের দেওয়ার পর অভিভাবকেরা স্কুলের নিচের দাঁড়িয়ে অপেক্ষা করি। কিন্তু প্রায় সময় নির্মাণাধীন ভবন থেকে ময়লা-আবর্জনা নিচে ফেলা হয়। আমরা বেশ কয়েকবার স্কুল কর্তৃপক্ষকে বলেছি আমাদের বসার জন্য একটি জায়গা করে দিতে। কিন্তু তাঁরা কিছু করেননি।
ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার বলেন, নির্মাণাধীন ভবনের পাশে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শুরুর পর থেকেই আমরা মালিকপক্ষকে নিরাপত্তা ছাউনি ভালো করে দেওয়ার জন্য বলে আসছি। কিন্তু তাঁরা আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি।
অভিযোগের বিষয়ে জানতে হেভেন ওয়ার্ড প্রপার্টিজ লিমিটেড কনসালট্যান্ট অ্যান্ড কনস্ট্রাকশনের মালিক সুজনের মোবাইলে একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৪ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে