টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে অপহরণ ও ডাকাতির ‘ছালেহ বাহিনী’র মূল হোতা হাফিজুর রহমান প্রকাশ ছলেউদ্দিন ও তাঁর প্রধান সহযোগী সোহেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান প্রকাশ ছালেহ উদ্দিন প্রকাশ ছলে ডাকাত (৩০) ও তাঁর সহযোগী নুরুল আলম প্রকাশ নূরু (৪০), আক্তার কামাল প্রকাশ সোহেল (৩৭), নুরুল আলম প্রকাশ লালু (২৪), হারুনুর রশিদ (২৩), রিয়াজ উদ্দিন ও এক কিশোর। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, তিনটি দেশীয় একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুক, ১৭টি তাজা কার্তুজ, চারটি খালি কার্তুজ,দুটি ছুরি ও ছয়টি দেশীয় দা।
আজ শনিবার দুপুরে র্যাব-১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের দুর্গম পাহাড়ে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের নেতৃত্বে এই চক্রটি ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক কারবারিসহ নানা অপরাধ করে আসছিল।
গত সাত মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায় ৭২ জন অপহরণ হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৪০ জন। ৭২ জনের মধ্য ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে। দুই দিনের ব্যবধানে অপহৃত হয়েছে সাত জন। এঁরই মধ্যে দুজন চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে অপহরণ ও ডাকাতির ‘ছালেহ বাহিনী’র মূল হোতা হাফিজুর রহমান প্রকাশ ছলেউদ্দিন ও তাঁর প্রধান সহযোগী সোহেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান প্রকাশ ছালেহ উদ্দিন প্রকাশ ছলে ডাকাত (৩০) ও তাঁর সহযোগী নুরুল আলম প্রকাশ নূরু (৪০), আক্তার কামাল প্রকাশ সোহেল (৩৭), নুরুল আলম প্রকাশ লালু (২৪), হারুনুর রশিদ (২৩), রিয়াজ উদ্দিন ও এক কিশোর। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, তিনটি দেশীয় একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুক, ১৭টি তাজা কার্তুজ, চারটি খালি কার্তুজ,দুটি ছুরি ও ছয়টি দেশীয় দা।
আজ শনিবার দুপুরে র্যাব-১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের দুর্গম পাহাড়ে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের নেতৃত্বে এই চক্রটি ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক কারবারিসহ নানা অপরাধ করে আসছিল।
গত সাত মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায় ৭২ জন অপহরণ হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৪০ জন। ৭২ জনের মধ্য ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে। দুই দিনের ব্যবধানে অপহৃত হয়েছে সাত জন। এঁরই মধ্যে দুজন চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে