টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে অপহরণ ও ডাকাতির ‘ছালেহ বাহিনী’র মূল হোতা হাফিজুর রহমান প্রকাশ ছলেউদ্দিন ও তাঁর প্রধান সহযোগী সোহেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান প্রকাশ ছালেহ উদ্দিন প্রকাশ ছলে ডাকাত (৩০) ও তাঁর সহযোগী নুরুল আলম প্রকাশ নূরু (৪০), আক্তার কামাল প্রকাশ সোহেল (৩৭), নুরুল আলম প্রকাশ লালু (২৪), হারুনুর রশিদ (২৩), রিয়াজ উদ্দিন ও এক কিশোর। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, তিনটি দেশীয় একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুক, ১৭টি তাজা কার্তুজ, চারটি খালি কার্তুজ,দুটি ছুরি ও ছয়টি দেশীয় দা।
আজ শনিবার দুপুরে র্যাব-১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের দুর্গম পাহাড়ে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের নেতৃত্বে এই চক্রটি ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক কারবারিসহ নানা অপরাধ করে আসছিল।
গত সাত মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায় ৭২ জন অপহরণ হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৪০ জন। ৭২ জনের মধ্য ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে। দুই দিনের ব্যবধানে অপহৃত হয়েছে সাত জন। এঁরই মধ্যে দুজন চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে অপহরণ ও ডাকাতির ‘ছালেহ বাহিনী’র মূল হোতা হাফিজুর রহমান প্রকাশ ছলেউদ্দিন ও তাঁর প্রধান সহযোগী সোহেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান প্রকাশ ছালেহ উদ্দিন প্রকাশ ছলে ডাকাত (৩০) ও তাঁর সহযোগী নুরুল আলম প্রকাশ নূরু (৪০), আক্তার কামাল প্রকাশ সোহেল (৩৭), নুরুল আলম প্রকাশ লালু (২৪), হারুনুর রশিদ (২৩), রিয়াজ উদ্দিন ও এক কিশোর। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, তিনটি দেশীয় একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুক, ১৭টি তাজা কার্তুজ, চারটি খালি কার্তুজ,দুটি ছুরি ও ছয়টি দেশীয় দা।
আজ শনিবার দুপুরে র্যাব-১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের দুর্গম পাহাড়ে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের নেতৃত্বে এই চক্রটি ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক কারবারিসহ নানা অপরাধ করে আসছিল।
গত সাত মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায় ৭২ জন অপহরণ হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৪০ জন। ৭২ জনের মধ্য ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে। দুই দিনের ব্যবধানে অপহৃত হয়েছে সাত জন। এঁরই মধ্যে দুজন চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে