চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার দুই চাচাতো বোনকে ঘুমের ওষুধ সেবন করিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে গ্রেপ্তার করেছেন র্যাব ১৫। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে।
আজ বুধবার সকাল ১০টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন র্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন দুই চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি জুয়েলকে ধরতে র্যাব নজরদারি রাখছিল। প্রযুক্তির ব্যবহার করে দেখা যাচ্ছিল জুয়েল বারবার স্থান পরিবর্তন করছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব নিশ্চিত হয় বর্তমানে আসামি গাজীপুরে অবস্থান করছে। পরে ২২ মার্চ রাতে অভিযান চালিয়ে র্যাব-১৫ এর একটি আভিযানিক টিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
এর আগে ২০২১ সালের ২২ জুন রাতে ভিকটিমের পরিবারের সদস্যরা নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দিন রাতে পাশের বাড়ি থেকে চাচাতো বোনকে ডেকে এনে দুই বোন একসঙ্গে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বাড়িতে প্রবেশ করে দুই বোনকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান। এতে তারা অজ্ঞান হয়ে পড়লে জুয়েল দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে।
পরদিন ভুক্তভোগী ঘটনাটি পরিবারকে জানালে তাঁরা বিষয়টি চকরিয়া থানাকে অবহিত করে। পরিবার দুই বোনকে ডাক্তারি পরীক্ষা করান। পরীক্ষায় পুলিশ ধর্ষণের আলামত পায়। ২০২১ সালের ২৪ জুন ভিকটিমের বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে জুয়েল পলাতক ছিলেন।
চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘র্যাব-১৫ আজ বুধবার সকালে আসামি জুয়েলকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

কক্সবাজারের চকরিয়ার দুই চাচাতো বোনকে ঘুমের ওষুধ সেবন করিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে গ্রেপ্তার করেছেন র্যাব ১৫। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে।
আজ বুধবার সকাল ১০টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন র্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন দুই চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি জুয়েলকে ধরতে র্যাব নজরদারি রাখছিল। প্রযুক্তির ব্যবহার করে দেখা যাচ্ছিল জুয়েল বারবার স্থান পরিবর্তন করছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব নিশ্চিত হয় বর্তমানে আসামি গাজীপুরে অবস্থান করছে। পরে ২২ মার্চ রাতে অভিযান চালিয়ে র্যাব-১৫ এর একটি আভিযানিক টিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
এর আগে ২০২১ সালের ২২ জুন রাতে ভিকটিমের পরিবারের সদস্যরা নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দিন রাতে পাশের বাড়ি থেকে চাচাতো বোনকে ডেকে এনে দুই বোন একসঙ্গে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বাড়িতে প্রবেশ করে দুই বোনকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান। এতে তারা অজ্ঞান হয়ে পড়লে জুয়েল দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে।
পরদিন ভুক্তভোগী ঘটনাটি পরিবারকে জানালে তাঁরা বিষয়টি চকরিয়া থানাকে অবহিত করে। পরিবার দুই বোনকে ডাক্তারি পরীক্ষা করান। পরীক্ষায় পুলিশ ধর্ষণের আলামত পায়। ২০২১ সালের ২৪ জুন ভিকটিমের বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে জুয়েল পলাতক ছিলেন।
চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘র্যাব-১৫ আজ বুধবার সকালে আসামি জুয়েলকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে