চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ছয়জন হয়েছেন। যদিও প্রথম দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল পুলিশ। নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারীসহ তিন বন্ধু রয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত তিন বন্ধু হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)। এ ছাড়া ঘটনাস্থলে ট্রাকচালক মিজানুর রহমান ও তাঁর সহকারী আবুল খায়ের এবং হাসপাতালে মারা গেছেন আশিক নামে আরেক ব্যক্তি।
যদিও রেলওয়ে পুলিশ বলছে, দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত তিন বন্ধুর এক বন্ধু কেফায়েত উল্যাহ বলেন, ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাওয়ার জন্য সাহ্রি খাওয়ার পর তাঁরা সকালে হাসানপুর স্টেশনে একত্রিত হন। সকাল সাড়ে ৭টায় ট্রেনে উঠে ১১ বন্ধু চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। ফেনী স্টেশন ছাড়ার পর দীন মোহাম্মদ, রিফাত ও সাজ্জাদ ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে বসেন। ফেনীর ফাজিলপুর এলাকায় একটি বালুর ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিন বন্ধুসহ কয়েকজন নিহত হন। ট্রেনটি একটু সামনে গিয়ে দাঁড়ালে বাকিরা নেমে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় একটি মাইক্রোবাসে করে তিন বন্ধুর লাশ বাড়িতে নিয়ে যান।
নিহত সাজ্জাদের বাবা ইয়াছিন বলেন, ‘সাহ্রি খেয়ে তারা বেরিয়ে যায়। সকালে আমি ঘাস কাটতে মাঠে চলে যাই। মাঠে থাকা অবস্থায়ই দুর্ঘটনার খবর পাই।’
চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘আমার এলাকার তিনজন নিহত হয়েছে। বিকেলে তাদের জানাজা শেষে একই গোরস্থানে দাফন করা হয়েছে। তারা সবাই ওয়ার্কশপ ও বিভিন্ন দোকানে চাকরি করে।’
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, এই দুর্ঘটনায় চৌদ্দগ্রামের কেউ নিহত হওয়ার খবর তাঁর জানা নেই। তবে দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন বলে তিনি জানান।
রেলওয়ের পুলিশের চট্টগ্রাম পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবরটি আমি পেয়েছি, ঘটনাস্থলে ট্রাকচালক ও সহকারী এবং হাসপাতালে আশিক নামে আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ তবে চৌদ্দগ্রামের তিনজন নিহত হওয়ার খবর তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ফেনী রেলওয়ের স্টেশনমাস্টার ইমাম উদ্দিন সেন্টু।

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ছয়জন হয়েছেন। যদিও প্রথম দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল পুলিশ। নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারীসহ তিন বন্ধু রয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত তিন বন্ধু হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)। এ ছাড়া ঘটনাস্থলে ট্রাকচালক মিজানুর রহমান ও তাঁর সহকারী আবুল খায়ের এবং হাসপাতালে মারা গেছেন আশিক নামে আরেক ব্যক্তি।
যদিও রেলওয়ে পুলিশ বলছে, দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত তিন বন্ধুর এক বন্ধু কেফায়েত উল্যাহ বলেন, ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাওয়ার জন্য সাহ্রি খাওয়ার পর তাঁরা সকালে হাসানপুর স্টেশনে একত্রিত হন। সকাল সাড়ে ৭টায় ট্রেনে উঠে ১১ বন্ধু চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। ফেনী স্টেশন ছাড়ার পর দীন মোহাম্মদ, রিফাত ও সাজ্জাদ ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে বসেন। ফেনীর ফাজিলপুর এলাকায় একটি বালুর ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিন বন্ধুসহ কয়েকজন নিহত হন। ট্রেনটি একটু সামনে গিয়ে দাঁড়ালে বাকিরা নেমে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় একটি মাইক্রোবাসে করে তিন বন্ধুর লাশ বাড়িতে নিয়ে যান।
নিহত সাজ্জাদের বাবা ইয়াছিন বলেন, ‘সাহ্রি খেয়ে তারা বেরিয়ে যায়। সকালে আমি ঘাস কাটতে মাঠে চলে যাই। মাঠে থাকা অবস্থায়ই দুর্ঘটনার খবর পাই।’
চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘আমার এলাকার তিনজন নিহত হয়েছে। বিকেলে তাদের জানাজা শেষে একই গোরস্থানে দাফন করা হয়েছে। তারা সবাই ওয়ার্কশপ ও বিভিন্ন দোকানে চাকরি করে।’
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, এই দুর্ঘটনায় চৌদ্দগ্রামের কেউ নিহত হওয়ার খবর তাঁর জানা নেই। তবে দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন বলে তিনি জানান।
রেলওয়ের পুলিশের চট্টগ্রাম পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবরটি আমি পেয়েছি, ঘটনাস্থলে ট্রাকচালক ও সহকারী এবং হাসপাতালে আশিক নামে আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ তবে চৌদ্দগ্রামের তিনজন নিহত হওয়ার খবর তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ফেনী রেলওয়ের স্টেশনমাস্টার ইমাম উদ্দিন সেন্টু।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২৮ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩১ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে