নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিদেশি স্ত্রী এমা ক্লেয়ারকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসে ভোট দিলেন চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ রোববার সকাল ৯টা ৮ মিনিটে চট্টগ্রাম নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁরা ভোট দেন।
এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার অমিত প্রান্ত বলেন, নওফেল সকাল ৯টায় সস্ত্রীক কেন্দ্রে আসেন। এরপর তিনি পুরুষ ভোটকেন্দ্রের সারিতে দাঁড়ান। তাঁর স্ত্রী এমা দাঁড়ান মহিলা ভোটকেন্দ্রের সারিতে। ৯টা ৮ মিনিটে নওফেল একটি বুথে গিয়ে নিজের ভোট দেন। তাঁর ভোটার নম্বর ৩১৩৬। তাঁর স্ত্রী এমা মহিলা ৫ নম্বর বুথে গিয়ে ভোট দেন। এমার ভোটার নম্বর ১৮৩৩।
আজকের পত্রিকাকে প্রিসাইডিং অফিসার বলেন, ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো। ভোট গ্রহণ শুরুর পর আধা ঘণ্টায় ৩০টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে পুরুষ ভোটার ৩ হাজার ২১৬ ও মহিলা ভোটার রয়েছেন ১ হাজার ৯৬৩ জন।
চট্টগ্রামে বহদ্দারহাট, চকবাজার, কোতোয়ালি এলাকাসহ বিভিন্ন ভোটকেন্দ্রেও নির্ধারিত সময়ে ভোট গ্রহণ চলছে। ভোট ঘিরে শহরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি রাস্তায় লোকজনের উপস্থিতি কম। শহরের রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। এর মধ্যে
চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামে ১৬ আসনের জেলা ও মহানগর মিলে এবার মোট ভোটার ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৩ হাজার ২৫৫ জন এবং মহিলা ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৫৬ জন। ১৬ আসনে ভোটকেন্দ্র ২ হাজার ২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি।

বিদেশি স্ত্রী এমা ক্লেয়ারকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসে ভোট দিলেন চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ রোববার সকাল ৯টা ৮ মিনিটে চট্টগ্রাম নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁরা ভোট দেন।
এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার অমিত প্রান্ত বলেন, নওফেল সকাল ৯টায় সস্ত্রীক কেন্দ্রে আসেন। এরপর তিনি পুরুষ ভোটকেন্দ্রের সারিতে দাঁড়ান। তাঁর স্ত্রী এমা দাঁড়ান মহিলা ভোটকেন্দ্রের সারিতে। ৯টা ৮ মিনিটে নওফেল একটি বুথে গিয়ে নিজের ভোট দেন। তাঁর ভোটার নম্বর ৩১৩৬। তাঁর স্ত্রী এমা মহিলা ৫ নম্বর বুথে গিয়ে ভোট দেন। এমার ভোটার নম্বর ১৮৩৩।
আজকের পত্রিকাকে প্রিসাইডিং অফিসার বলেন, ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো। ভোট গ্রহণ শুরুর পর আধা ঘণ্টায় ৩০টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে পুরুষ ভোটার ৩ হাজার ২১৬ ও মহিলা ভোটার রয়েছেন ১ হাজার ৯৬৩ জন।
চট্টগ্রামে বহদ্দারহাট, চকবাজার, কোতোয়ালি এলাকাসহ বিভিন্ন ভোটকেন্দ্রেও নির্ধারিত সময়ে ভোট গ্রহণ চলছে। ভোট ঘিরে শহরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি রাস্তায় লোকজনের উপস্থিতি কম। শহরের রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। এর মধ্যে
চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামে ১৬ আসনের জেলা ও মহানগর মিলে এবার মোট ভোটার ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৩ হাজার ২৫৫ জন এবং মহিলা ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৫৬ জন। ১৬ আসনে ভোটকেন্দ্র ২ হাজার ২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি।

কুমিল্লায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কর্মসূচির উদ্বোধন শেষে খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন। কুমিল্লা টাউন হল মাঠে ‘ভোটের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
৩ মিনিট আগে
পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানাব্রিজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দবাজার, লুথার্ন হেলথকেয়ার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায়...
৩৩ মিনিট আগে
নাটোর সদরের বড়ভিটা ভেদরার বিলসংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে এক নারীর (২১) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নারীর পরিচয় জানা যায়নি। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্নসহ গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে