Ajker Patrika

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে পাচারকালে জব্দ পণ্য। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে পাচারকালে জব্দ পণ্য। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল চোরাই পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই পণ্য বহনে ব্যবহৃত দুটি অটোরিকশা জব্দ করা হয়। আজ শুক্রবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় অটোরিকশা দুটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ৯৫ কার্টন বিভিন্ন প্রকারের কোমলপানীয়, ৩৮ কার্টন বিভিন্ন প্রকারের জুস, ১০ কার্টন তরল দুধ ও ৩০ কেজি ওজনের দুই বস্তা মুড়ি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার গিয়াস উদ্দিন (৪০) ও একই এলাকার মোহাম্মদ হোছন (৩৪)। তাঁরা জব্দ করা গাড়ি দুটির চালক এবং চোরাচালান চক্রের সদস্য।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ভোরে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) পূর্ব পাশে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে চোরাই পণ্যের বড় একটি চালান পাচারের খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় সীমান্তের দিকে দুটি অটোরিকশা আসতে দেখে পুলিশ সদস্যরা থামার সংকেত দেন। পরে গাড়ি থামিয়ে দুজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া করে তাঁদের আটক করা হয়। অটোরিকশা দুটির পেছনে থাকা মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি দ্রুত সটকে পড়েন।

গিয়াস উদ্দিন আরও বলেন, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। জব্দ করা চোরাই পণ্যগুলো তাঁরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন হাটবাজার থেকে নিয়ে বেশি দামে মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত