Ajker Patrika

চট্টগ্রামে পাঁচ বছর আগে খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পাঁচ বছর আগে খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ৫ বছর আগে মনসুর আহমেদ খুনের ঘটনায় ২ জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। আজ বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা। 

অভিযুক্তরা হলেন, চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার পৌরসভার অধ্যাপক পাড়ার মো. হোসেনের ছেলে মো. মুসা হোসাইন (৪৭) ও একই জেলার ফরিদগঞ্জ থানার সুইবিদপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মো. দেলওয়ার হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান সাজু (৪৬)। 

 পুলিশ সুপার জানান, মুসাকে নারায়ণগঞ্জ থেকে আর সাজুকে চট্টগ্রাম নগরীর বাদামতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের ২৫ ডিসেম্বর একটি পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে মুনসুর আহমেদ বাম চোখে গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হালিশহর থানায় একটি মামলা করে। ঘটনার পর মুসা ও সাজু পলাতক থাকেন। নিহত মনসুর আহাম্মদ বিএসআরএমে চাকরি করতেন ও মুসা গাড়িচালক। সাজু ঠিকাদারি ব্যবসার পাশাপাশি স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত