চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

টানা ভারী বর্ষণের কারণে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় অধিকাংশ শিক্ষক বাসও চলতে পারেনি। ফলে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার দুপুরে পরীক্ষা স্থগিতর বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা। তিনি বলেন, আজ ২৫টি বিভাগের পরীক্ষা ছিল। এর মধ্যে ২২টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শাটল ট্রেনের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, অতিবৃষ্টির কারণে শাটল চলাচল বন্ধ রয়েছে। নগরীর বটতলী রেলস্টেশন থেকে কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি। কখন চলাচল স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল করেনি।
সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্তত ২২টি বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ফারসি ভাষা ও সাহিত্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, পালি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সংস্কৃত, শিক্ষা ও গবেষণা, আরবি, মার্কেটিং, যোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিদ্যা বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়।

টানা ভারী বর্ষণের কারণে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় অধিকাংশ শিক্ষক বাসও চলতে পারেনি। ফলে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার দুপুরে পরীক্ষা স্থগিতর বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা। তিনি বলেন, আজ ২৫টি বিভাগের পরীক্ষা ছিল। এর মধ্যে ২২টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শাটল ট্রেনের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, অতিবৃষ্টির কারণে শাটল চলাচল বন্ধ রয়েছে। নগরীর বটতলী রেলস্টেশন থেকে কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি। কখন চলাচল স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল করেনি।
সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্তত ২২টি বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ফারসি ভাষা ও সাহিত্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, পালি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সংস্কৃত, শিক্ষা ও গবেষণা, আরবি, মার্কেটিং, যোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিদ্যা বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে