নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর পূর্ব বাকলিয়া হাজি তাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনের পুরো মাঠটি পানিতে ডুবে গেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষও ডুবে আছে। আজ মঙ্গলবার সকালে কোমর পানি মাড়িয়ে কিছু শিক্ষার্থী এসেছে। তবে ক্লাস না হওয়ায় ফেরত গেছে তারা।
শুধু এটি নয়, চট্টগ্রাম নগরীতে এ রকম ১৯২টি প্রাথমিক বিদ্যালয় পানিতে ডুবে গেছে। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধের দাবি জানান শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২ হাজার ২৬৯টি। প্রাথমিক বিদ্যালয়ের মতো অনেক মাধ্যমিক বিদ্যালয়ও পানিতে ডুবে গেছে। তবে কী পরিমাণ ডুবেছে সে তথ্যটি প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়নি।
পাঁচ দিন ধরে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম ও বান্দরবানের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে ২০ লাখ মানুষ।
নগরীর হাটহাজারীতে বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় পড়ে নিপা পালিত (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়। এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও খোলা রাখা হয় প্রাথমিক বিদ্যালয়গুলো।
এনএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যেকোনো দুর্যোগে সবার আগে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ এসব প্রতিষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়ে পড়াশোনা করে। কিন্তু গত পাঁচ দিন মুষলধারে বৃষ্টিতে সড়কে কোমর পানি হলেও বন্ধ করা হয়নি। যেটি সবচেয়ে দুঃখের। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কি মাউশি নেবে।’
চকবাজার বড়মিয়া মসজিদ এলাকার বাসিন্দা কহিনুর আক্তার বলেন, ‘বিদ্যালয় খোলা থাকলেও সন্তানদের স্কুলে পাঠাইনি। আমার সন্তানের কিছু হলে, তাদের কিছু যায়-আসে না। রাস্তায় এক গলা পানি। এ অবস্থায়ও বাচ্চাদের স্কুলগুলো খোলা রাখা হয়েছে।’
আজ মঙ্গলবারও নগরীতে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমেছে। চট্টগ্রামের আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক উত্তম খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় আগামী দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

নগরীর পূর্ব বাকলিয়া হাজি তাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনের পুরো মাঠটি পানিতে ডুবে গেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষও ডুবে আছে। আজ মঙ্গলবার সকালে কোমর পানি মাড়িয়ে কিছু শিক্ষার্থী এসেছে। তবে ক্লাস না হওয়ায় ফেরত গেছে তারা।
শুধু এটি নয়, চট্টগ্রাম নগরীতে এ রকম ১৯২টি প্রাথমিক বিদ্যালয় পানিতে ডুবে গেছে। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধের দাবি জানান শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২ হাজার ২৬৯টি। প্রাথমিক বিদ্যালয়ের মতো অনেক মাধ্যমিক বিদ্যালয়ও পানিতে ডুবে গেছে। তবে কী পরিমাণ ডুবেছে সে তথ্যটি প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়নি।
পাঁচ দিন ধরে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম ও বান্দরবানের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে ২০ লাখ মানুষ।
নগরীর হাটহাজারীতে বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় পড়ে নিপা পালিত (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়। এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও খোলা রাখা হয় প্রাথমিক বিদ্যালয়গুলো।
এনএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যেকোনো দুর্যোগে সবার আগে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ এসব প্রতিষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়ে পড়াশোনা করে। কিন্তু গত পাঁচ দিন মুষলধারে বৃষ্টিতে সড়কে কোমর পানি হলেও বন্ধ করা হয়নি। যেটি সবচেয়ে দুঃখের। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কি মাউশি নেবে।’
চকবাজার বড়মিয়া মসজিদ এলাকার বাসিন্দা কহিনুর আক্তার বলেন, ‘বিদ্যালয় খোলা থাকলেও সন্তানদের স্কুলে পাঠাইনি। আমার সন্তানের কিছু হলে, তাদের কিছু যায়-আসে না। রাস্তায় এক গলা পানি। এ অবস্থায়ও বাচ্চাদের স্কুলগুলো খোলা রাখা হয়েছে।’
আজ মঙ্গলবারও নগরীতে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমেছে। চট্টগ্রামের আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক উত্তম খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় আগামী দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন তপসী দাস (৪৩) নিহত হয়েছেন। নিহত তপসী দাস আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলেপাড়ার প্রবাদ দাসের স্ত্রী।
১৭ মিনিট আগে
দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদভাবে এটিকে নিষ্ক্রিয় করেন।
১৯ মিনিট আগে
অনিক ঢাকায় একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি করেন। বিকেলে ঢাকার উদ্দেশে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রায়হান খান (২৫) চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।
৩১ মিনিট আগে