নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় কথা-কাটাকাটির জেরে মেয়ের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াই বলীরজোম পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন আবদুর রহমান। তাঁর আটক মেয়ের নাম হুমাইরা আক্তার (১৯)। আবদুর রহমানের আরও একজন মেয়েসন্তান রয়েছেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন হুমাইরা।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক। তিনি বলেন, ‘আবদুর রহমান ও তাঁর মেয়ে হুমাইরার সঙ্গে গৃহপালিত গরুকে ভুসি খাওয়ানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হুমাইরা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবাকে জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আব্দুর রহমান।
স্থানীয় লোকজন জানান, হুমায়রা বিয়ের পর থেকে বাবার বাড়িতে বসবাস করে সংসার চালিয়ে আসছিলেন। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, `স্থানীয় মেম্বার ও গ্রাম-পুলিশ থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হুমাইরাকে পুলিশ আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রামের লোহাগাড়ায় কথা-কাটাকাটির জেরে মেয়ের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াই বলীরজোম পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন আবদুর রহমান। তাঁর আটক মেয়ের নাম হুমাইরা আক্তার (১৯)। আবদুর রহমানের আরও একজন মেয়েসন্তান রয়েছেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন হুমাইরা।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক। তিনি বলেন, ‘আবদুর রহমান ও তাঁর মেয়ে হুমাইরার সঙ্গে গৃহপালিত গরুকে ভুসি খাওয়ানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হুমাইরা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবাকে জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আব্দুর রহমান।
স্থানীয় লোকজন জানান, হুমায়রা বিয়ের পর থেকে বাবার বাড়িতে বসবাস করে সংসার চালিয়ে আসছিলেন। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, `স্থানীয় মেম্বার ও গ্রাম-পুলিশ থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হুমাইরাকে পুলিশ আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুলিশ সদর দপ্তর বলছে, গত ৫-১৩ জুন ৯৯৯-এ আসা কলের ভিত্তিতে জরুরি পুলিশি সহায়তা দেওয়া হয়েছে ১৩ হাজার ৮৩১ জন কলারকে। একই সময়ে ৯৯৩ জনকে অ্যাম্বুলেন্স সেবা এবং ৭৯৫ জনকে ফায়ার সার্ভিসের সহায়তা দেওয়া হয়।
৩ মিনিট আগেসাতক্ষীরায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ছোট ছেলে রুমনকে অস্ত্র, মাদকসহ আটক করেছেন সেনাসদস্যরা। রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার অভিযানে নেতৃ
৫ মিনিট আগে১৭ ঘণ্টা নিখোঁজের পর পটুয়াখালীর দশমিনায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৫) মোবাইল ফোনের টাওয়ার থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। আজ রোববার উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগেঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সাইদুর রহমান সুজন (৪৫) নামের এক বন্দী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ একাধিক মামলার আসামি ছিলেন।
১৬ মিনিট আগে