Ajker Patrika

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৬ জেলের জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ জরিমানা করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা এসব তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার রাত থেকে গতকাল রোববার দিবাগত রাত ২টা পর্যন্ত কমলনগরে মেঘনা নদীর বিভিন্ন অংশে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালায়। এ সময় ১৬ জেলেকে আটক করা হয় এবং ১ হাজার ৭০০ কেজি মাছ, চারটি মাছ ধরার ট্রলার ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

তূর্য সাহা জানান, আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে চারটি মামলায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জেলেরা সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। আর জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

রেকর্ড রেমিট্যান্স, তবু প্রবৃদ্ধি নেই রিজার্ভে

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত