নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার মাইজদীতে মাংস বিক্রির জন্য শিয়াল জবাই করার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন—তাজুল ইসলাম। তিনি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম নামের ওই ব্যক্তি শিয়াল ধরে এনে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জবাই করেছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় বন বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পেয়ে শিয়াল জবাইরত অবস্থায় তাজুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাজুলকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী ও সুধারাম মডেল থানা-পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত তাজুল অর্থদণ্ডের টাকা পরিশোধ করে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। পড়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে জবাই করা শিয়ালটি জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

নোয়াখালী সদর উপজেলার মাইজদীতে মাংস বিক্রির জন্য শিয়াল জবাই করার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন—তাজুল ইসলাম। তিনি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম নামের ওই ব্যক্তি শিয়াল ধরে এনে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জবাই করেছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় বন বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পেয়ে শিয়াল জবাইরত অবস্থায় তাজুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাজুলকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী ও সুধারাম মডেল থানা-পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত তাজুল অর্থদণ্ডের টাকা পরিশোধ করে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। পড়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে জবাই করা শিয়ালটি জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১৯ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৪ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৫ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে