রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের তর্ক ও হাতাহাতির জের ধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল গফুর (৬০)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কেরামত উল্যা মাতাব্বর বাড়ির বাসিন্দা।
জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার আগে প্রতিবেশী মিলাই বাড়ির সোহেল বেপারী ও রাছেল বেপারীদের সঙ্গে আবদুল গফুরের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই সময় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।
বৃদ্ধের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও ছেলে বিল্লাল হোসেন বলেন, সোহেল ও রাছেলের মারধরেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এ হত্যার বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে সোহেল বেপারী বলেন, ২৩ শতাংশ জমি নিয়ে উভয় পরিবারে বিরোধ চলছে। সন্ধ্যায় আমাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। কোনো হাতাহাতি বা কেউ কাউকে আঘাত করিনি। তর্কের একপর্যায়ে তিনি হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে যান। আমাদেরকে হয়রানির জন্যই তাঁরা হত্যার অভিযোগ আনার চেষ্টা করছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাহমিনা বিনতে হুমায়ুন বলেন, মৃত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের তর্ক ও হাতাহাতির জের ধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল গফুর (৬০)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কেরামত উল্যা মাতাব্বর বাড়ির বাসিন্দা।
জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার আগে প্রতিবেশী মিলাই বাড়ির সোহেল বেপারী ও রাছেল বেপারীদের সঙ্গে আবদুল গফুরের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই সময় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।
বৃদ্ধের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও ছেলে বিল্লাল হোসেন বলেন, সোহেল ও রাছেলের মারধরেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এ হত্যার বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে সোহেল বেপারী বলেন, ২৩ শতাংশ জমি নিয়ে উভয় পরিবারে বিরোধ চলছে। সন্ধ্যায় আমাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। কোনো হাতাহাতি বা কেউ কাউকে আঘাত করিনি। তর্কের একপর্যায়ে তিনি হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে যান। আমাদেরকে হয়রানির জন্যই তাঁরা হত্যার অভিযোগ আনার চেষ্টা করছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাহমিনা বিনতে হুমায়ুন বলেন, মৃত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে