Ajker Patrika

নিজ ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
নিজ ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ট্রাকের নিচে চাপা পড়ে মো. মুসলিম উদ্দিন (৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন জামালপুর সদর থানার বানিয়াবাজার এলাকার মৃত নজরুল নজু শেখের ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মো. নুরুল আমিন বলেন, ‘কারখানার ভারী যন্ত্রপাতি নিয়ে ঢাকামুখী লেনে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল ট্রাকটি। মধ্যরাতে নিজামপুর কলেজ এলাকায় পৌঁছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারান চালক। পরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় ট্রাকটি। এ সময় চালক জীবন বাঁচাতে দরজা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলে ট্রাকের নিচেই চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।’

নুরুল আমিন বলেন, ‘দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ পাশের বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা করলে যানজট কমে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানো সম্ভব না হওয়ায় মহাসড়কের ঢাকামুখী লেনে ২০০ মিটার অংশে শুক্রবার সকাল পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিল।’ 

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, ‘নিজামপুর কলেজের সামনে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত