কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। আহতদের অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একদল ইন্টার্ন চিকিৎসক এই হামলা করেন।
আহতরা হলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরোপ্রধান রফিক ইসলাম খোকন চৌধুরী ও ক্যামেরা পারসন সাকিব এবং চ্যানেল ২৪-এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান ও ক্যামেরা পারসন ইরফান। হামলাকারীরা তাঁদের মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলেন।
এ সময় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী হাসপাতাল চত্বরে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
ওই হাসপাতাল থেকে রাত সোয়া ১টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিক রফিকুল বলেন, ‘ভুল চিকিৎসায় একজন নারীর মারা যাওয়ার খবর শুনে হাসপাতালে যাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকেরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালান ও ক্যামেরা ভাঙচুর করেন। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে এলে হামলা চালান ইন্টার্ন চিকিৎসকেরা। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’
এ ব্যাপারে জানতে কুমেক হাসপাতালের পরিচালক মাসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম জানান, তাঁরা এ নিয়ে জরুরি সভা করেছেন। কেন এ ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। আহতদের অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একদল ইন্টার্ন চিকিৎসক এই হামলা করেন।
আহতরা হলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরোপ্রধান রফিক ইসলাম খোকন চৌধুরী ও ক্যামেরা পারসন সাকিব এবং চ্যানেল ২৪-এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান ও ক্যামেরা পারসন ইরফান। হামলাকারীরা তাঁদের মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলেন।
এ সময় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী হাসপাতাল চত্বরে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
ওই হাসপাতাল থেকে রাত সোয়া ১টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিক রফিকুল বলেন, ‘ভুল চিকিৎসায় একজন নারীর মারা যাওয়ার খবর শুনে হাসপাতালে যাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকেরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালান ও ক্যামেরা ভাঙচুর করেন। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে এলে হামলা চালান ইন্টার্ন চিকিৎসকেরা। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’
এ ব্যাপারে জানতে কুমেক হাসপাতালের পরিচালক মাসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম জানান, তাঁরা এ নিয়ে জরুরি সভা করেছেন। কেন এ ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
২ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে