Ajker Patrika

নিষিদ্ধ সময়ে মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৬ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
নিষিদ্ধ সময়ে মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৬ জেলের কারাদণ্ড
মেঘনায় ইলিশ শিকারের দায়ে সাজা পাওয়া ৬ জেলে। ছবি: সংগৃহীত

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার দায়ে ছয় জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এই সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, খোরশেদ সৈয়াল (২৫), অজুদ খান (২৪), জাকির ব্যাপারী (৪০), মানিক গাজী (২৮), আল-আমিন (২৬) ও হাবিবুর রহমান।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার রাত ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছয় জেলেকে আটক করা হয়। একই সময়ে জেলেদের হেফাজত থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. শাহজাহানসহ কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা।

সাগর থেকে নদীর মিঠা পানিতে আসা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত