নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৬৫ দিন পর সাগরে নেমেই ইলিশ পাচ্ছেন চট্টগ্রামের জেলেরা। আষাঢ়ের এ সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে খুশি তাঁরা। শনিবার ভোরে চট্টগ্রামের ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ আড়তেই থরে থরে সাজানো রয়েছে ইলিশ। পাশেই কর্ণফুলী নদীতীরে ভিড়ে আছে সারি সারি মাছ ধরার ট্রলার। রাতে বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলে মাছ ধরে ফিরেছেন তাঁরা।
মায়ের দোয়া ট্রলারের মাঝি জসিম বলেন, ‘এখানকার ট্রলারগুলো আনোয়ারা, বাঁশখালী, কুতুবদিয়া, সেন্টমার্টিন, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, ভোলা এসব জায়গায় মাছ ধরে। আমরা বাঁশখালী ও কুতুবদিয়া উপকূলে মাছ ধরেছি, সকালে ইলিশ নিয়ে ঘাটে এলাম, দামও পাব বলে আশা করছি।’
সরেজমিনে দেখা যায়, ফিশারিঘাটের একাধিক জায়গায় ট্রলার নোঙর করা। মাথায় ঝুড়ি করে ইলিশ, পোয়া, লইট্টা, ছুরি, চিংড়িসহ নানা প্রজাতির মাছ নামাচ্ছেন শ্রমিকেরা। কেউ কেউ আবার সামনের সড়কে রাখা ভ্যানে ইলিশ এনে ফেলছেন। সেই ভ্যানে বিশেষ কায়দায় দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে ধরা পড়া ইলিশ। ভ্যানে সাজানো ইলিশ নিয়ে চালক ছুটে চলছেন আড়তে।
এক একটি আড়তের সামনে ইলিশ কিনতে জড়ো হয়েছেন চট্টগ্রামসহ আশপাশের উপজেলা থেকে আসা খুচরা বিক্রেতারা। ইলিশের ভ্যান আসার পর সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন খুচরা বিক্রেতারা। প্রতিটি আড়তেই আছে একজন নিলামকারী। প্রতি মণ হিসাবে দর হাঁকা হচ্ছে ইলিশের। একজনের পর একজন দাম বলছেন। দীর্ঘদিন পর এমন হাঁকডাকে মুখর দেশের মাছের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারিঘাট।
আড়তদার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মূলত চট্টগ্রামের ফিশারিঘাটে ৬০ শতাংশ মাছই সমুদ্রের। তাই সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকলে ফিশারিঘাট জমজমাট থাকে না। অনেক দিন পর শ্রমিকেরা কাজ করছেন। ইলিশ ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতারা আসছেন। অনেক ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম দিন বড় আকৃতির ইলিশ যেগুলোর ওজন এক কেজির ওপরে, সেগুলো বিক্রি হচ্ছে পাইকারিতে ৮০০ থেকে ৯০০ টাকায়। এর চেয়ে ছোট ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। তবে লকডাউন আর কোরবানির ঈদের কারণে মাছের চাহিদা খানিকটা কম। অন্য সময় হলে এ মাছ আরও বেশি দামে বিক্রি করতে পারতাম। মূলত অলিগলি বা সড়কের পাশে যারা মাছ বিক্রি করত, তারা আসছে না। আবার বাজারেও ক্রেতা নেই। তাই মাছ বিক্রেতারা এলেও সবাই পরিমাণে মাছ কম নিচ্ছেন।’
পাশের আড়তদার ফজল হোসেন জানান, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় অনেক ট্রলারই ঝুঁকি নিয়ে যেতে চাচ্ছে না। যারা গেছে তারাও কাছাকাছি উপকূল থেকে মাছ ধরেছে। খুব বেশি দূরে গেলে আরও বেশি মাছ ধরা পড়ত।
তিনি বলেন, এখানে আসা জেলেরা বলছেন সাগরে প্রচুর মাছ; বিশেষ করে আষাঢ়ী পূর্ণিমার কারণে মাছ তীরের দিকে এসেছে। কিন্তু সাগর উত্তাল থাকায় তাঁরা ধরতে পারছেন না। ৩ নম্বর সতর্ক সংকেত কেটে গেলে এবার প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা জেলেদের।

৬৫ দিন পর সাগরে নেমেই ইলিশ পাচ্ছেন চট্টগ্রামের জেলেরা। আষাঢ়ের এ সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে খুশি তাঁরা। শনিবার ভোরে চট্টগ্রামের ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ আড়তেই থরে থরে সাজানো রয়েছে ইলিশ। পাশেই কর্ণফুলী নদীতীরে ভিড়ে আছে সারি সারি মাছ ধরার ট্রলার। রাতে বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলে মাছ ধরে ফিরেছেন তাঁরা।
মায়ের দোয়া ট্রলারের মাঝি জসিম বলেন, ‘এখানকার ট্রলারগুলো আনোয়ারা, বাঁশখালী, কুতুবদিয়া, সেন্টমার্টিন, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, ভোলা এসব জায়গায় মাছ ধরে। আমরা বাঁশখালী ও কুতুবদিয়া উপকূলে মাছ ধরেছি, সকালে ইলিশ নিয়ে ঘাটে এলাম, দামও পাব বলে আশা করছি।’
সরেজমিনে দেখা যায়, ফিশারিঘাটের একাধিক জায়গায় ট্রলার নোঙর করা। মাথায় ঝুড়ি করে ইলিশ, পোয়া, লইট্টা, ছুরি, চিংড়িসহ নানা প্রজাতির মাছ নামাচ্ছেন শ্রমিকেরা। কেউ কেউ আবার সামনের সড়কে রাখা ভ্যানে ইলিশ এনে ফেলছেন। সেই ভ্যানে বিশেষ কায়দায় দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে ধরা পড়া ইলিশ। ভ্যানে সাজানো ইলিশ নিয়ে চালক ছুটে চলছেন আড়তে।
এক একটি আড়তের সামনে ইলিশ কিনতে জড়ো হয়েছেন চট্টগ্রামসহ আশপাশের উপজেলা থেকে আসা খুচরা বিক্রেতারা। ইলিশের ভ্যান আসার পর সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন খুচরা বিক্রেতারা। প্রতিটি আড়তেই আছে একজন নিলামকারী। প্রতি মণ হিসাবে দর হাঁকা হচ্ছে ইলিশের। একজনের পর একজন দাম বলছেন। দীর্ঘদিন পর এমন হাঁকডাকে মুখর দেশের মাছের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারিঘাট।
আড়তদার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মূলত চট্টগ্রামের ফিশারিঘাটে ৬০ শতাংশ মাছই সমুদ্রের। তাই সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকলে ফিশারিঘাট জমজমাট থাকে না। অনেক দিন পর শ্রমিকেরা কাজ করছেন। ইলিশ ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতারা আসছেন। অনেক ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম দিন বড় আকৃতির ইলিশ যেগুলোর ওজন এক কেজির ওপরে, সেগুলো বিক্রি হচ্ছে পাইকারিতে ৮০০ থেকে ৯০০ টাকায়। এর চেয়ে ছোট ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। তবে লকডাউন আর কোরবানির ঈদের কারণে মাছের চাহিদা খানিকটা কম। অন্য সময় হলে এ মাছ আরও বেশি দামে বিক্রি করতে পারতাম। মূলত অলিগলি বা সড়কের পাশে যারা মাছ বিক্রি করত, তারা আসছে না। আবার বাজারেও ক্রেতা নেই। তাই মাছ বিক্রেতারা এলেও সবাই পরিমাণে মাছ কম নিচ্ছেন।’
পাশের আড়তদার ফজল হোসেন জানান, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় অনেক ট্রলারই ঝুঁকি নিয়ে যেতে চাচ্ছে না। যারা গেছে তারাও কাছাকাছি উপকূল থেকে মাছ ধরেছে। খুব বেশি দূরে গেলে আরও বেশি মাছ ধরা পড়ত।
তিনি বলেন, এখানে আসা জেলেরা বলছেন সাগরে প্রচুর মাছ; বিশেষ করে আষাঢ়ী পূর্ণিমার কারণে মাছ তীরের দিকে এসেছে। কিন্তু সাগর উত্তাল থাকায় তাঁরা ধরতে পারছেন না। ৩ নম্বর সতর্ক সংকেত কেটে গেলে এবার প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা জেলেদের।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে