প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যা দেখতে গিয়ে ডুবে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঘুমধুম ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ার সড়কে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন।
নিহত একজনের নাম সুমন কর (১৭) বড়ুয়া। সে এলাকার শীলপাড়া গ্রামের সুবাস বড়ুয়ার ছেলে।
৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার রঞ্জিত বড়ুয়া বলেন, বন্যার পানি দেখতে তিন বন্ধু রাস্তায় বের হন। এ সময় পানির স্রোতে দুজন ভেসে যান। একই সময় আবদুর রহিম (২৮) নামের একজন রোহিঙ্গাও ভেসে গেছেন। তাঁর খোঁজ এখনো পাওয়া যায়নি।
এদিকে ঘুমধুমের তুমব্রুর কোনারপাড়া এলাকা পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। এতে কয়েকটি দোকানের সব মালামাল নষ্ট হয়ে যায়।
ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমরসমান পানি ঢুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে। একদিকে লকডাউনে আয় নেই, এর মধ্যে পাহাড়ি ঢলে দোকানের সব মালামাল নষ্ট হয়ে গেছে।
ওই ব্যবসায়ী আরও বলেন, এলাকার কয়েকটি স্থানের পাহাড়ধসের কারণে ঘুমধুম-তুমরু-নাইক্ষ্যংছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন থেকে জরুরি খাবার ও ত্রাণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঘুমধুমে গত তিন দিনে তিনজন মারা গেছেন।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যা দেখতে গিয়ে ডুবে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঘুমধুম ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ার সড়কে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন।
নিহত একজনের নাম সুমন কর (১৭) বড়ুয়া। সে এলাকার শীলপাড়া গ্রামের সুবাস বড়ুয়ার ছেলে।
৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার রঞ্জিত বড়ুয়া বলেন, বন্যার পানি দেখতে তিন বন্ধু রাস্তায় বের হন। এ সময় পানির স্রোতে দুজন ভেসে যান। একই সময় আবদুর রহিম (২৮) নামের একজন রোহিঙ্গাও ভেসে গেছেন। তাঁর খোঁজ এখনো পাওয়া যায়নি।
এদিকে ঘুমধুমের তুমব্রুর কোনারপাড়া এলাকা পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। এতে কয়েকটি দোকানের সব মালামাল নষ্ট হয়ে যায়।
ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমরসমান পানি ঢুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে। একদিকে লকডাউনে আয় নেই, এর মধ্যে পাহাড়ি ঢলে দোকানের সব মালামাল নষ্ট হয়ে গেছে।
ওই ব্যবসায়ী আরও বলেন, এলাকার কয়েকটি স্থানের পাহাড়ধসের কারণে ঘুমধুম-তুমরু-নাইক্ষ্যংছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন থেকে জরুরি খাবার ও ত্রাণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঘুমধুমে গত তিন দিনে তিনজন মারা গেছেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সড়কে অতিরিক্ত ওজনের বালু বহন, গাড়ি ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে