Ajker Patrika

চাঁদপুর কারাগারে বিচারাধীন মামলার আসামির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর কারাগারে বিচারাধীন মামলার আসামির মৃত্যু

চাঁদপুর জেলা কারাগারে বিচারাধীন হত্যা মামলার আসামি বজলাল পাটিকর মারা গেছেন। আজ রোববার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বজলালকে নিয়ে আসার আগেই তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন।  

বজলাল পাটিকর (৬২) চাঁদপুরের কচুয়া উপজেলার করৈয়া গ্রামের বাসিন্দা।  

চাঁদপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন আজকের পত্রিকাকে বলেন, গত ২৮ ডিসেম্বর হত্যা মামলার আসামি হিসেবে তাকে কারাগারে নিয়ে আসা হয়। তিনি আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। 

সকাল ৬.৪০ মিনিটের দিকে তিনি অসুস্থ হলে কারাগারের স্বাস্থ্য সহকারী প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক সবুজ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান বজলাল পাটিকর।’ 

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, ‘চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে আমি মরদেহ সরজমিনে পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত