নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চম্পক বড়ুয়া (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার চকবাজার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিয়া জেলার বাসিন্দা। তিনি নগরীর চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকায় বসবাস করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছ থেকে বিমানবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়।
আজ (সোমবার) এ ঘটনায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি একজন পেশাদার প্রতারক বলে জানান ওসি।
এজাহারে বাদী ওয়ালী আশরাফ খান উল্লেখ করেন, ‘গত ফেব্রুয়ারিতে চম্পক বড়ুয়া নামের এক ব্যক্তি আমার অফিসে এসে একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে নিজের পরিচয় দেন। কয়েকবার আসা-যাওয়ার পর তাঁর সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়। এর মধ্যে এক দিন এসে তিনি ও তাঁর টিম অভিযানে যাচ্ছেন এবং এ জন্য কিছু খরচ দরকার বলে আমার থেকে টাকা নেন। অবশ্য টাকাগুলো সংস্থা থেকে অফিশিয়ালি পরিশোধের প্রতিশ্রুতি দেন। আরেকবার স্ত্রী চিকিৎসার কথা বলে টাকা নেন। এভাবে তাঁর কাছ থেকে মোট ৯০ হাজার টাকা নেন।
ওয়ালী আশরাফ আরও উল্লেখ করেন, ‘রমজানের শুরু থেকে প্রতিদিন ইফতারের আগে আমাদের প্রতিষ্ঠানে এসে বসে থাকেন। আমরা অফিসের স্টাফ, রোগীসহ দর্শনার্থীদের মধ্যে যাঁরা উপস্থিত থাকেন, তাঁদের ইফতারের প্যাকেট দিয়ে থাকি। চম্পকও প্রতিদিন এখানে ইফতার করেন। এর মধ্যে এক দিন এক রোগীর স্বজন তাঁকে চিনতে পেরে আমাদের একজন স্টাফকে সতর্ক করেন। এরপর আমি গোয়েন্দা সংস্থার অফিসে যোগাযোগ করে জানতে পারি, এই ব্যক্তি একজন প্রতারক। অন্য দিনের মতো রোববারও ওই ব্যক্তি ইফতারে এলে তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চম্পক বড়ুয়া (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার চকবাজার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিয়া জেলার বাসিন্দা। তিনি নগরীর চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকায় বসবাস করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছ থেকে বিমানবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়।
আজ (সোমবার) এ ঘটনায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি একজন পেশাদার প্রতারক বলে জানান ওসি।
এজাহারে বাদী ওয়ালী আশরাফ খান উল্লেখ করেন, ‘গত ফেব্রুয়ারিতে চম্পক বড়ুয়া নামের এক ব্যক্তি আমার অফিসে এসে একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে নিজের পরিচয় দেন। কয়েকবার আসা-যাওয়ার পর তাঁর সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়। এর মধ্যে এক দিন এসে তিনি ও তাঁর টিম অভিযানে যাচ্ছেন এবং এ জন্য কিছু খরচ দরকার বলে আমার থেকে টাকা নেন। অবশ্য টাকাগুলো সংস্থা থেকে অফিশিয়ালি পরিশোধের প্রতিশ্রুতি দেন। আরেকবার স্ত্রী চিকিৎসার কথা বলে টাকা নেন। এভাবে তাঁর কাছ থেকে মোট ৯০ হাজার টাকা নেন।
ওয়ালী আশরাফ আরও উল্লেখ করেন, ‘রমজানের শুরু থেকে প্রতিদিন ইফতারের আগে আমাদের প্রতিষ্ঠানে এসে বসে থাকেন। আমরা অফিসের স্টাফ, রোগীসহ দর্শনার্থীদের মধ্যে যাঁরা উপস্থিত থাকেন, তাঁদের ইফতারের প্যাকেট দিয়ে থাকি। চম্পকও প্রতিদিন এখানে ইফতার করেন। এর মধ্যে এক দিন এক রোগীর স্বজন তাঁকে চিনতে পেরে আমাদের একজন স্টাফকে সতর্ক করেন। এরপর আমি গোয়েন্দা সংস্থার অফিসে যোগাযোগ করে জানতে পারি, এই ব্যক্তি একজন প্রতারক। অন্য দিনের মতো রোববারও ওই ব্যক্তি ইফতারে এলে তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৭ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে