কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে (বুরি) আবেদন না করে চাকরি পাওয়া চিকিৎসা কর্মকর্তা (শিক্ষানবিশ) এবং নিয়োগে চাওয়া শিক্ষাগত যোগ্যতা না থাকায় জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বুরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের ২৯ আগস্ট বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে যোগদানের পর শিক্ষানবিশ হিসেবে চাকরির মেয়াদকালে ফাতেমা রহমানের আচরণ ও কাজ সন্তোষজনক নয়। এ বিষয়ে তাঁকে বিভিন্ন সময়ে সতর্ক ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁর কার্যক্রমের রেকর্ড অনুযায়ী কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা নেই। তা ছাড়া সম্প্রতি বুরির নিরীক্ষা দল মেডিকেল অফিসারের নথিতে আবেদন না করা সত্ত্বেও তাঁকে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এসব কারণে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী চাকরি প্রবিধানমালা ও নিয়োগপত্রের শর্তাবলি অনুযায়ী ফাতেমা রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
একই দিন বুরির মহাপরিচালক স্বাক্ষরিত অপর প্রজ্ঞাপনে জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা (শিক্ষানবিশ) সীমা রানীকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তার নিয়োগে চাওয়া শিক্ষাগত যোগ্যতা তাঁর নেই। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদে ডক্টরেট ডিগ্রি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। তিনি চাকরির আবেদনে ডক্টরেট ডিগ্রিতে অধ্যয়নরত বলে উল্লেখ করা হলেও আজও সনদ জমা দেননি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সীমা রানীর স্নাতক (সম্মান) ডিগ্রি নেই। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) কোর্স সম্পন্ন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে নিয়োগের বাছাই কমিটি তাঁর আবেদন বাতিল করে। তা ছাড়া অনিয়মের মাধ্যমে তিনি এ পদে নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
গত ২ জুলাই আজকের পত্রিকায় ‘বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে আবেদন না করেই চাকরি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর আলোকে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
কক্সবাজারের রামুতে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে (বুরি) আবেদন না করে চাকরি পাওয়া চিকিৎসা কর্মকর্তা (শিক্ষানবিশ) এবং নিয়োগে চাওয়া শিক্ষাগত যোগ্যতা না থাকায় জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বুরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের ২৯ আগস্ট বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে যোগদানের পর শিক্ষানবিশ হিসেবে চাকরির মেয়াদকালে ফাতেমা রহমানের আচরণ ও কাজ সন্তোষজনক নয়। এ বিষয়ে তাঁকে বিভিন্ন সময়ে সতর্ক ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁর কার্যক্রমের রেকর্ড অনুযায়ী কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা নেই। তা ছাড়া সম্প্রতি বুরির নিরীক্ষা দল মেডিকেল অফিসারের নথিতে আবেদন না করা সত্ত্বেও তাঁকে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এসব কারণে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী চাকরি প্রবিধানমালা ও নিয়োগপত্রের শর্তাবলি অনুযায়ী ফাতেমা রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
একই দিন বুরির মহাপরিচালক স্বাক্ষরিত অপর প্রজ্ঞাপনে জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা (শিক্ষানবিশ) সীমা রানীকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তার নিয়োগে চাওয়া শিক্ষাগত যোগ্যতা তাঁর নেই। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদে ডক্টরেট ডিগ্রি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। তিনি চাকরির আবেদনে ডক্টরেট ডিগ্রিতে অধ্যয়নরত বলে উল্লেখ করা হলেও আজও সনদ জমা দেননি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সীমা রানীর স্নাতক (সম্মান) ডিগ্রি নেই। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) কোর্স সম্পন্ন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে নিয়োগের বাছাই কমিটি তাঁর আবেদন বাতিল করে। তা ছাড়া অনিয়মের মাধ্যমে তিনি এ পদে নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
গত ২ জুলাই আজকের পত্রিকায় ‘বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে আবেদন না করেই চাকরি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর আলোকে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেবিষের বোতল হাতে স্ত্রী-সন্তানসহ সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের এক ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান প্রভাব খাটিয়ে তাদের বংশীয় জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। হামলা-মামলার হুমকির মুখে তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন যে, আত্মহত্যা ছাড়া আর কোন
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর সামনে লেকপাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে হঠাৎ করে তাকে লেকের পানিতে ভাসতে দেখা যায়।
২ ঘণ্টা আগেমাদারীপুর জেলার শিবচরের ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত ১২টার দিকে পৌরসভার ঠেঙ্গামারা এলাকাসংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে...
৩ ঘণ্টা আগে