চবি প্রতিনিধি

অবশেষে ছয় মাস পর ক্লাস বর্জনের কর্মসূচি স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাস স্থানান্তরের দাবি আদায় না হওয়ায় আন্দোলন চলবে বলে জানান তারা।
আজ বুধবার বিকেলে আন্দোলনের ১৮২তম দিনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এর আগে গত ১৭ এপ্রিল চারুকলার সংস্কার কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে গত সোমবার চারুকলা ইনস্টিটিউট খুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ছয় মাসের সেশনজট, একাডেমিক নানান ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে সবাই মিলে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় শিক্ষার্থী মোহাম্মদ শহীদ বলেন, ‘১৮২ দিন তথা ছয় মাসেও চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে ফেরানোর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ইতোমধ্যে আমাদের সবারই একাডেমিক অনেক ক্ষতি হয়েছে। নবীণ শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা সশরীরে ক্লাসে ফিরে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই ছয় মাসে আমাদের মূল ক্যাম্পাসে ফেরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখিনি। ক্লাসে ফিরে গেলেও আমাদের আন্দোলন চলমান থাকবে।’
এর আগে গত বছরের ২ নভেম্বর ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সেই ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। চলমান আন্দোলনের মধ্যেই গত ২ ফেব্রুয়ারি সংস্কারকাজের জন্য চারুকলা ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর আরও দুই দফায় বাড়ানো হয় চারুকলা বন্ধের মেয়াদ।

অবশেষে ছয় মাস পর ক্লাস বর্জনের কর্মসূচি স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাস স্থানান্তরের দাবি আদায় না হওয়ায় আন্দোলন চলবে বলে জানান তারা।
আজ বুধবার বিকেলে আন্দোলনের ১৮২তম দিনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এর আগে গত ১৭ এপ্রিল চারুকলার সংস্কার কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে গত সোমবার চারুকলা ইনস্টিটিউট খুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ছয় মাসের সেশনজট, একাডেমিক নানান ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে সবাই মিলে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় শিক্ষার্থী মোহাম্মদ শহীদ বলেন, ‘১৮২ দিন তথা ছয় মাসেও চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে ফেরানোর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ইতোমধ্যে আমাদের সবারই একাডেমিক অনেক ক্ষতি হয়েছে। নবীণ শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা সশরীরে ক্লাসে ফিরে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই ছয় মাসে আমাদের মূল ক্যাম্পাসে ফেরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখিনি। ক্লাসে ফিরে গেলেও আমাদের আন্দোলন চলমান থাকবে।’
এর আগে গত বছরের ২ নভেম্বর ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সেই ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। চলমান আন্দোলনের মধ্যেই গত ২ ফেব্রুয়ারি সংস্কারকাজের জন্য চারুকলা ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর আরও দুই দফায় বাড়ানো হয় চারুকলা বন্ধের মেয়াদ।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে