Ajker Patrika

ছোট ফেনী নদী থেকে বালু লুট, ৬ জনের কারাদণ্ড

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে আজ বৃহস্পতিবার ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে আজ বৃহস্পতিবার ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোহাম্মদ ইমরান ও রাকিবুল ইসলাম, নোয়াখালীর কবিরহাটের সাইফুল ইসলাম ও বেগমগঞ্জের মোহাম্মদ রবিন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের দেওয়ান ও লক্ষ্মীপুরের রামগতির মোহাম্মদ সজীব। তাঁদের মধ্যে সজীবকে এক মাসের এবং অন্য পাঁচজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে ছোট ফেনী নদী থেকে বালু লুট। ছবি: আজকের পত্রিকা
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে ছোট ফেনী নদী থেকে বালু লুট। ছবি: আজকের পত্রিকা

জানা গেছে, উপজেলার চরদরবেশ এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তুলে তীর ক্ষতিগ্রস্ত করার অপরাধে বালুমহাল ও মাটিব্যবস্থা আইনে ভ্রাম্যমাণ আদালত সত্যতা পেয়ে ওই ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত