নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় অভিযুক্ত নুর হোসেন শাওনের (২২) জামিন আবার নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আসামির জামিন নামঞ্জুরের পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত যুবক হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত মামলাটির অপরাধের গুরুত্ব বিবেচনা করে দীর্ঘ শুনানির শেষে আসামির জামিন নামঞ্জুর করেন। গত ১৪ সেপ্টেম্বর একই আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করা হয়। এ সময় ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করা হয়। ঘটনার দুই দিন পর ২০ জুলাই ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে র্যাব অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত শাওনসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২), মো. সাইফুল (২৩) ও সাইফুল ইসলাম (২৪)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় অভিযুক্ত নুর হোসেন শাওনের (২২) জামিন আবার নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আসামির জামিন নামঞ্জুরের পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত যুবক হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত মামলাটির অপরাধের গুরুত্ব বিবেচনা করে দীর্ঘ শুনানির শেষে আসামির জামিন নামঞ্জুর করেন। গত ১৪ সেপ্টেম্বর একই আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করা হয়। এ সময় ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করা হয়। ঘটনার দুই দিন পর ২০ জুলাই ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে র্যাব অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত শাওনসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২), মো. সাইফুল (২৩) ও সাইফুল ইসলাম (২৪)।

১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৬ মিনিট আগে
পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে