নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করে এলসি বাবদ ব্যাংকের ঋণ পরিশোধ না করে ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান, এমডিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মহানগর আদালতে মামলাটি করা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের কাছে মামলাটি করেন যমুনা ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ। আদালত মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশনা দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন যমুনা ব্যাংক লিমিটেডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।
মামলার আসামিরা হলেন ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান মোজাফফর হোসেন (৫৭), প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাঈম শাহ ইমরান (৫৮) ও পরিচালক মো. জামাল উদ্দিন (৫৭)। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি-৪০৬ / ৪১৭ / ৪২০ / ৪২২ / ৫০৬ / ১০৯ / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান বলেন, অভিযুক্তরা ২০১৯ সালে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করার জন্য একটি এলসি খোলেন। এলসি বাবদ একটি এলটিআর ঋণ সৃজন করে রপ্তানিকারকের অনুকূলে ওই আমদানি করা জাহাজের মূল্য ৩৯ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু আসামিরা ওই ঋণের শর্ত ভঙ্গ করে আমদানি করা পুরোনো জাহাজ বিক্রির টাকা ব্যাংকে ঋণ পরিশোধ না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে বাদী টাকা পরিশোধের জন্য অভিযুক্তদের একাধিকবার চিঠি ও লিগ্যাল নোটিশ পাঠালেও তাঁরা টাকা পরিশোধ করেননি। গত ৩০ জুন পর্যন্ত আসামিদের কাছে ঋণ বাবদ ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার ৩৪৪ টাকা পাওনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

চট্টগ্রামে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করে এলসি বাবদ ব্যাংকের ঋণ পরিশোধ না করে ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান, এমডিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মহানগর আদালতে মামলাটি করা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের কাছে মামলাটি করেন যমুনা ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ। আদালত মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশনা দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন যমুনা ব্যাংক লিমিটেডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।
মামলার আসামিরা হলেন ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান মোজাফফর হোসেন (৫৭), প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাঈম শাহ ইমরান (৫৮) ও পরিচালক মো. জামাল উদ্দিন (৫৭)। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি-৪০৬ / ৪১৭ / ৪২০ / ৪২২ / ৫০৬ / ১০৯ / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান বলেন, অভিযুক্তরা ২০১৯ সালে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করার জন্য একটি এলসি খোলেন। এলসি বাবদ একটি এলটিআর ঋণ সৃজন করে রপ্তানিকারকের অনুকূলে ওই আমদানি করা জাহাজের মূল্য ৩৯ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু আসামিরা ওই ঋণের শর্ত ভঙ্গ করে আমদানি করা পুরোনো জাহাজ বিক্রির টাকা ব্যাংকে ঋণ পরিশোধ না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে বাদী টাকা পরিশোধের জন্য অভিযুক্তদের একাধিকবার চিঠি ও লিগ্যাল নোটিশ পাঠালেও তাঁরা টাকা পরিশোধ করেননি। গত ৩০ জুন পর্যন্ত আসামিদের কাছে ঋণ বাবদ ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার ৩৪৪ টাকা পাওনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে