বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত নয় উল্লেখ করে পুনঃ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দুই প্রার্থী। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি) এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কামাল পাশা (আম) সংবাদ সম্মেলন করেন।
ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ গ্রহণ করার পরও রিটার্নিং অফিসার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। রিটার্নিং অফিসারের এই ব্যর্থতা এ নির্বাচনকে কুলষিত করেছে। নির্বাচন কার্যক্রমকে অকার্যকর করেছে। সরকার এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যথেষ্ট আন্তরিক ছিল। রাজনৈতিক দলের কিছু নেতা, পাতিনেতা, কথিত জনপ্রতিনিধি এ নির্বাচন এমনভাবে ধূলিসাৎ করেছে। জাতির কাছে সরকারকে বিতর্কিত করেছে।’ এ নির্বাচনের ফলাফল স্থগিত রাখার দাবি জানান সেহাব উদ্দিন।
সেহাব উদ্দিন অভিযোগ করেন, উপজেলার সারোয়াতলী বেঙ্গুরা কে বি কে উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে মাওলানা তাজুল ইসলাম মোমবাতি প্রতীকে ভোট দেওয়ায় স্থানীয় মেম্বার আব্বাস উদ্দিন ও আওয়ামী লীগ নেতা সেলিম লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। চরণদ্বীপ আব্বাসীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ায় ইসলামী ফ্রন্ট ইউনিয়ন সাধারণ সম্পাদক সুমন ফারুকীকে কুপিয়ে ও মো. তারেক ও হারুনুর রশীদকে মারাত্মকভাবে আহত করেন।
মোমবাতি প্রতীকের এ প্রার্থী বলেন, ‘এ আসনের নগর অংশে শতকরা দু-তিন ভাগ ও বোয়ালখালী অংশে পাঁচ-সাত ভাগ ভোটার ভোটকেন্দ্রে যাননি। সুতরাং, এ নির্বাচন কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’ এ নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় একটি গ্রহণযোগ্য নির্বাচন দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন বর্জন করিনি, শেষ পর্যন্ত আছি।’
অপর দিকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কামাল পাশা (আম প্রতীক) এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে বলেন, ‘আমি নির্বাচন বর্জন করিনি। তবে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত নয় উল্লেখ করে পুনঃ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দুই প্রার্থী। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি) এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কামাল পাশা (আম) সংবাদ সম্মেলন করেন।
ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ গ্রহণ করার পরও রিটার্নিং অফিসার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। রিটার্নিং অফিসারের এই ব্যর্থতা এ নির্বাচনকে কুলষিত করেছে। নির্বাচন কার্যক্রমকে অকার্যকর করেছে। সরকার এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যথেষ্ট আন্তরিক ছিল। রাজনৈতিক দলের কিছু নেতা, পাতিনেতা, কথিত জনপ্রতিনিধি এ নির্বাচন এমনভাবে ধূলিসাৎ করেছে। জাতির কাছে সরকারকে বিতর্কিত করেছে।’ এ নির্বাচনের ফলাফল স্থগিত রাখার দাবি জানান সেহাব উদ্দিন।
সেহাব উদ্দিন অভিযোগ করেন, উপজেলার সারোয়াতলী বেঙ্গুরা কে বি কে উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে মাওলানা তাজুল ইসলাম মোমবাতি প্রতীকে ভোট দেওয়ায় স্থানীয় মেম্বার আব্বাস উদ্দিন ও আওয়ামী লীগ নেতা সেলিম লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। চরণদ্বীপ আব্বাসীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ায় ইসলামী ফ্রন্ট ইউনিয়ন সাধারণ সম্পাদক সুমন ফারুকীকে কুপিয়ে ও মো. তারেক ও হারুনুর রশীদকে মারাত্মকভাবে আহত করেন।
মোমবাতি প্রতীকের এ প্রার্থী বলেন, ‘এ আসনের নগর অংশে শতকরা দু-তিন ভাগ ও বোয়ালখালী অংশে পাঁচ-সাত ভাগ ভোটার ভোটকেন্দ্রে যাননি। সুতরাং, এ নির্বাচন কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’ এ নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় একটি গ্রহণযোগ্য নির্বাচন দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন বর্জন করিনি, শেষ পর্যন্ত আছি।’
অপর দিকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কামাল পাশা (আম প্রতীক) এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে বলেন, ‘আমি নির্বাচন বর্জন করিনি। তবে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে