নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির পদযাত্রা থেকে চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর গাড়িবহরে হামলা চালানোর পর বিএনপির কার্যালয়েও হামলা করেছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। আজ বুধবার নগরের কোতোয়ালি থানার ওয়াসার মোড় ও নাসিমন ভবনে পৃথক এ ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটনো হয়।
হামলায় আওয়ামী লীগের ৮-১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে তাঁরা দাবি করেছেন। এ সময় নির্বাচনী প্রচারে অংশ নেওয়া অন্তত আটটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যাপক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
জানা গেছে, বেলা ৩টার দিকে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির। পদযাত্রা শেষে নিউমার্কেট থেকে একটি গ্রুপ নগরের ওয়াসার মোড়ের দিকে যাওয়ার পথে মহিউদ্দিন বাচ্চুর গাড়িবহরে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মীর একটি মিছিল লালখান বাজার হয়ে ওয়াসার দিকে যাচ্ছিল। লালখান বাজার পেট্রলপাম্পের সামনে মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণে আটটি গাড়ি রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের ১০-২০ জন নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির নেতা-কর্মীরা মিছিল থেকে পাথর ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় অন্তত আটটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মী আহত হন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়।
এদিকে মহিউদ্দিন বাচ্চুর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় হাতে লাঠিসোঁটা নিয়ে তাঁদের বিক্ষোভ করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ গিয়ে তাঁদের শান্ত করে। এ সময় বিএনপির কর্মী সন্দেহে এক কর্মীকে আটক করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন। সেখান থেকে একটি গ্রুপ নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। প্রধান ফটক ভাঙচর করা হয়। কার্যালয়ের ভেতরে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। সেখানে ককটেল বিস্ফোরণও ঘটনো হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।
ওমর গনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি আবারও সন্ত্রাসী কার্যক্রম বেছে নিয়েছে। মহিউদ্দিন বাচ্চু ভাইয়ের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার চেষ্টা করেছে। আমাদের নেতা-কর্মীরা তা প্রতিরোধ করেছে। তারা সন্ত্রাসী কায়দায় ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে। বিএনপি-জামায়াত যে সন্ত্রাসী দল, আবারও তার প্রমাণ দিল।’
যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘মিছিল নিয়ে যাওয়ার পথে অতর্কিতে হামলা করে পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বাধা দিতে গেলে আমাদের বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
নগর বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা করেছে বলে দাবি করেছেন নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। তিনি বলেন, ‘বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।’
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে তারা নিজেরাই হামলা চালিয়েছে। আজ বিএনপির কর্মসূচিতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে। এটি দেখে হতাশায় আওয়ামী লীগের লোকজন এসে বিএনপির কার্যালয়ে হামলা করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লালখান বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বিএনপির লোকজন হামলা চালিয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগের একটি গ্রুপ বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

বিএনপির পদযাত্রা থেকে চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর গাড়িবহরে হামলা চালানোর পর বিএনপির কার্যালয়েও হামলা করেছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। আজ বুধবার নগরের কোতোয়ালি থানার ওয়াসার মোড় ও নাসিমন ভবনে পৃথক এ ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটনো হয়।
হামলায় আওয়ামী লীগের ৮-১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে তাঁরা দাবি করেছেন। এ সময় নির্বাচনী প্রচারে অংশ নেওয়া অন্তত আটটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যাপক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
জানা গেছে, বেলা ৩টার দিকে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির। পদযাত্রা শেষে নিউমার্কেট থেকে একটি গ্রুপ নগরের ওয়াসার মোড়ের দিকে যাওয়ার পথে মহিউদ্দিন বাচ্চুর গাড়িবহরে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মীর একটি মিছিল লালখান বাজার হয়ে ওয়াসার দিকে যাচ্ছিল। লালখান বাজার পেট্রলপাম্পের সামনে মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণে আটটি গাড়ি রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের ১০-২০ জন নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির নেতা-কর্মীরা মিছিল থেকে পাথর ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় অন্তত আটটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মী আহত হন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়।
এদিকে মহিউদ্দিন বাচ্চুর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় হাতে লাঠিসোঁটা নিয়ে তাঁদের বিক্ষোভ করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ গিয়ে তাঁদের শান্ত করে। এ সময় বিএনপির কর্মী সন্দেহে এক কর্মীকে আটক করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন। সেখান থেকে একটি গ্রুপ নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। প্রধান ফটক ভাঙচর করা হয়। কার্যালয়ের ভেতরে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। সেখানে ককটেল বিস্ফোরণও ঘটনো হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।
ওমর গনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি আবারও সন্ত্রাসী কার্যক্রম বেছে নিয়েছে। মহিউদ্দিন বাচ্চু ভাইয়ের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার চেষ্টা করেছে। আমাদের নেতা-কর্মীরা তা প্রতিরোধ করেছে। তারা সন্ত্রাসী কায়দায় ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে। বিএনপি-জামায়াত যে সন্ত্রাসী দল, আবারও তার প্রমাণ দিল।’
যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘মিছিল নিয়ে যাওয়ার পথে অতর্কিতে হামলা করে পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বাধা দিতে গেলে আমাদের বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
নগর বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা করেছে বলে দাবি করেছেন নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। তিনি বলেন, ‘বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।’
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে তারা নিজেরাই হামলা চালিয়েছে। আজ বিএনপির কর্মসূচিতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে। এটি দেখে হতাশায় আওয়ামী লীগের লোকজন এসে বিএনপির কার্যালয়ে হামলা করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লালখান বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বিএনপির লোকজন হামলা চালিয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগের একটি গ্রুপ বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে