Ajker Patrika

লক্ষ্মীপুরে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালে শয্যার ১০ গুণ বেশি রোগী

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯: ৫১
লক্ষ্মীপুরে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালে শয্যার ১০ গুণ বেশি রোগী

লক্ষ্মীপুরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সদর হাসপাতালেই এই দুই রোগে আক্রান্ত হয়ে প্রায় এক হাজার শিশু চিকিৎসা নিয়েছে। প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছে প্রায় দেড় শ শিশু।

এদিকে জেলা সদর হাসপাতালে শিশু শয্যা রয়েছে মাত্র ১৫টি। শয্যার তুলনায় ১০ গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। তাই শয্যা সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্রও একই রকম।

হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন জসিম উদ্দিন ও কামাল উদ্দিন বলেন, বেড না থাকায় তিন-চারটি শিশুকে এক বেডে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। তাতে রোগীর স্বজনেরাও অসুস্থ হয়ে পড়ছে। ভর্তির পর হাসপাতাল থেকে তাদের খাবার স্যালাইন ও সামান্য কিছু ওষুধ দেওয়া হয়। বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হয়। এ ছাড়া তেমন চিকিৎসা পাওয়া যাচ্ছে না।

শয্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ঠাঁই হয়েছে মেঝেতে। ছবি: আজকের পত্রিকাসদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন আবুল বাসার ও মহিন উদ্দিন বলেন, হাসপাতালে পা রাখার জায়গা নেই। বারান্দায় ও শিশু ওয়ার্ডের ফ্লোরে শিশুদের রাখা হচ্ছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন আহাম্মদ কবির আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময়ে শিশুদের গরম কাপড় পরিধানসহ বিভিন্ন পরামর্শ দেন চিকিৎসকেরা। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত