জমির উদ্দিন, চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে মোট আহতের সঠিক হিসাব কেউ দিতে পারছেন না। কারণ একের পর এক আহত রোগীভর্তি অ্যাম্বুলেন্স এসেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এক ঘণ্টায় চমেকে প্রবেশ করেছে ৩৫-৪০টি অ্যাম্বুলেন্স।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এত অ্যাম্বুলেন্স এসেছে। অন্য একটি বেসরকারি হাসপাতালেও বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন নিহতের তথ্য জানা গেলেও কতজন আহত হয়েছেন তার কোনো হিসেব আমরা দিতে পারছি না। কারণ কিছুক্ষণ পরপর অ্যাম্বুলেন্স এসেছে আহত রোগী নিয়ে। এক ঘণ্টায় অন্তত ৩৫-৪০ টা-তো হবেই। এখনো অ্যাম্বুলেন্স ঢুকছে।’
এদিকে চমেক হাসপাতালে এই মুহূর্তের চিত্র যুদ্ধকবিলত এলাকার মতো! শুধু চমেক নয়, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে শহরজুড়ে। হাসপাতালের আশপাশ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে। বেশ কয়েকজন স্বজনের সঙ্গে কথা হয়েছে এ প্রতিবেদকের। নগরের হালিশহরের বাসিন্দা আকিবুল ইসলাম বলেন, ডিপোতে কাজ করতেন তাঁর এক মামা। তাঁর কোনো খোঁজ এখনো মেলেনি। আকিবুলের মতো অনেকে এসেছেন স্বজনের খোঁজে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভর্তি হওয়াদের মধ্যে ফায়ার সার্ভিস ও পুলিশের ১০ জন সদস্য রয়েছেন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সীতাকুণ্ড মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আজকের পত্রিকা জানান, কনটেইনার ডিপোটিতে রপ্তানি পণ্য মজুত রাখা হতো। আগুনের খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একজন পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কুমিরা ফায়ার সার্ভিস প্রথম ওই কনটেইনার ডিপোতে আগুনের খবর পায়। রাত সাড়ে ৯টার দিকে তাঁরা খবর পান। আগুন নেভানোর জন্য একটি টিম ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে।

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে মোট আহতের সঠিক হিসাব কেউ দিতে পারছেন না। কারণ একের পর এক আহত রোগীভর্তি অ্যাম্বুলেন্স এসেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এক ঘণ্টায় চমেকে প্রবেশ করেছে ৩৫-৪০টি অ্যাম্বুলেন্স।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এত অ্যাম্বুলেন্স এসেছে। অন্য একটি বেসরকারি হাসপাতালেও বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন নিহতের তথ্য জানা গেলেও কতজন আহত হয়েছেন তার কোনো হিসেব আমরা দিতে পারছি না। কারণ কিছুক্ষণ পরপর অ্যাম্বুলেন্স এসেছে আহত রোগী নিয়ে। এক ঘণ্টায় অন্তত ৩৫-৪০ টা-তো হবেই। এখনো অ্যাম্বুলেন্স ঢুকছে।’
এদিকে চমেক হাসপাতালে এই মুহূর্তের চিত্র যুদ্ধকবিলত এলাকার মতো! শুধু চমেক নয়, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে শহরজুড়ে। হাসপাতালের আশপাশ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে। বেশ কয়েকজন স্বজনের সঙ্গে কথা হয়েছে এ প্রতিবেদকের। নগরের হালিশহরের বাসিন্দা আকিবুল ইসলাম বলেন, ডিপোতে কাজ করতেন তাঁর এক মামা। তাঁর কোনো খোঁজ এখনো মেলেনি। আকিবুলের মতো অনেকে এসেছেন স্বজনের খোঁজে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভর্তি হওয়াদের মধ্যে ফায়ার সার্ভিস ও পুলিশের ১০ জন সদস্য রয়েছেন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সীতাকুণ্ড মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আজকের পত্রিকা জানান, কনটেইনার ডিপোটিতে রপ্তানি পণ্য মজুত রাখা হতো। আগুনের খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একজন পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কুমিরা ফায়ার সার্ভিস প্রথম ওই কনটেইনার ডিপোতে আগুনের খবর পায়। রাত সাড়ে ৯টার দিকে তাঁরা খবর পান। আগুন নেভানোর জন্য একটি টিম ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
৬ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে