দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে এক হাতে চাপাতি, আরেক হাতে অন্য ব্যক্তির কাটা হাত নিয়ে হেঁটে চলা ভাইরাল হওয়া ভিডিওর সেই আনিস মিয়া ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নিহত মহিউদ্দিনের বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া এলাকায়। দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল আনিস মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল রোববার গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের জানায় থানা-পুলিশ।
গত ৭ সেপ্টেম্বর মহিউদ্দিন হত্যাকাণ্ডের পর থেকে আনিস মিয়া পলাতক ছিলেন। গতকাল শনিবার রাতে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে আনিস ও তাঁর সহযোগী শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।
এসআই আব্দুল কুদ্দুস জানান, ৭ সেপ্টেম্বর গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদসংলগ্ন সড়কে মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা ও তাঁর ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে হামলাকারীরা। বিচ্ছিন্ন হাতের ওই অংশ নিয়ে হেঁটে যাওয়া আনিসের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, আনিস এক হাতে চাপাতি, আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে হেঁটে যাচ্ছেন।
মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম আনিসকে প্রধান আসামি করে ১০ জনের নামে দাউদকান্দি মডেল থানায় ৮ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। প্রধান আসামি আনিসের (২৬) বাড়ি জেলার চান্দিনা উপজেলার শালিখা গ্রামে। দুই নম্বর আসামি দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের শাকিল মিয়াকে (২৮) গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। মামলার আরেক আসামি গৌরীপুর গ্রামের বাবুকে (২০) হত্যাকাণ্ডের দুই দিন পর গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘গতকাল রোববার ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন আনিস মিয়া।’

কুমিল্লার দাউদকান্দিতে এক হাতে চাপাতি, আরেক হাতে অন্য ব্যক্তির কাটা হাত নিয়ে হেঁটে চলা ভাইরাল হওয়া ভিডিওর সেই আনিস মিয়া ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নিহত মহিউদ্দিনের বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া এলাকায়। দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল আনিস মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল রোববার গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের জানায় থানা-পুলিশ।
গত ৭ সেপ্টেম্বর মহিউদ্দিন হত্যাকাণ্ডের পর থেকে আনিস মিয়া পলাতক ছিলেন। গতকাল শনিবার রাতে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে আনিস ও তাঁর সহযোগী শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।
এসআই আব্দুল কুদ্দুস জানান, ৭ সেপ্টেম্বর গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদসংলগ্ন সড়কে মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা ও তাঁর ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে হামলাকারীরা। বিচ্ছিন্ন হাতের ওই অংশ নিয়ে হেঁটে যাওয়া আনিসের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, আনিস এক হাতে চাপাতি, আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে হেঁটে যাচ্ছেন।
মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম আনিসকে প্রধান আসামি করে ১০ জনের নামে দাউদকান্দি মডেল থানায় ৮ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। প্রধান আসামি আনিসের (২৬) বাড়ি জেলার চান্দিনা উপজেলার শালিখা গ্রামে। দুই নম্বর আসামি দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের শাকিল মিয়াকে (২৮) গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। মামলার আরেক আসামি গৌরীপুর গ্রামের বাবুকে (২০) হত্যাকাণ্ডের দুই দিন পর গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘গতকাল রোববার ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন আনিস মিয়া।’

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪০ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে