পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া থেকে সাড়ে ৪ মেট্রিক টন সরকারি বই জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মিলিটারিপুল এলাকার মোস্তাফা পেপার মিলের গোডাউন থেকে এসব বই জব্দ করা হয়েছে।
জব্দ করা বইয়ের মধ্যে ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বই। যার আনুমানিক ওজন সাড়ে ৪ মেট্রিক টন। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কৃষি শিক্ষা, সমাজ বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও ভূগোল বই রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র হাটহাজারী উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ বই পাচার করে। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা রেকর্ড করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ওসি (তদন্ত) আমিনুল মোমিনুল গোপন সংবাদে খবর পেয়ে পটিয়া মোস্তাফা পেপার মিলে অভিযান চালান। এ সময় দেখা যায় পেপার মিলের গোডাউনে সরকারি বইয়ের মজুত রয়েছে। পরবর্তীতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনাস্থলে গিয়ে পেপার মিলের গোডাউন থেকে বই জব্দ করেন।
তবে পেপার মিলের সিনিয়র ডিজিএম আল মামুন জানান, তাদের পেপার মিলের গোডাউনে পরিত্যক্ত প্রায় সাড়ে ৪ মেট্রিক টন কাগজ মজুত রয়েছে। তবে এসব পরিত্যক্ত কাগজ কেন এসেছে তা তারা জানেন না।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, হাটহাজারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী থানা-পুলিশ, পটিয়া থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে সরকারি বইগুলো জব্দ করে।

চট্টগ্রামের পটিয়া থেকে সাড়ে ৪ মেট্রিক টন সরকারি বই জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মিলিটারিপুল এলাকার মোস্তাফা পেপার মিলের গোডাউন থেকে এসব বই জব্দ করা হয়েছে।
জব্দ করা বইয়ের মধ্যে ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বই। যার আনুমানিক ওজন সাড়ে ৪ মেট্রিক টন। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কৃষি শিক্ষা, সমাজ বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও ভূগোল বই রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র হাটহাজারী উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ বই পাচার করে। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা রেকর্ড করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ওসি (তদন্ত) আমিনুল মোমিনুল গোপন সংবাদে খবর পেয়ে পটিয়া মোস্তাফা পেপার মিলে অভিযান চালান। এ সময় দেখা যায় পেপার মিলের গোডাউনে সরকারি বইয়ের মজুত রয়েছে। পরবর্তীতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনাস্থলে গিয়ে পেপার মিলের গোডাউন থেকে বই জব্দ করেন।
তবে পেপার মিলের সিনিয়র ডিজিএম আল মামুন জানান, তাদের পেপার মিলের গোডাউনে পরিত্যক্ত প্রায় সাড়ে ৪ মেট্রিক টন কাগজ মজুত রয়েছে। তবে এসব পরিত্যক্ত কাগজ কেন এসেছে তা তারা জানেন না।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, হাটহাজারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী থানা-পুলিশ, পটিয়া থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে সরকারি বইগুলো জব্দ করে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৫ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে