চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন নির্মাণ প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ এনে কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন ঠিকাদারেরা। চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁরা কোনো কাজ করবেন না বলে জানান। আজ বৃহস্পতিবার উপাচার্য বরাবর এক চিঠিতে এই কথা জানান বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ঠিকাদার সমিতির নেতারা।
সর্বশেষ গত সোমবার চাঁদার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজল ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ আব্দুর রাজ্জাককে মারধর করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সিসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিশ্ববিদ্যালয় ঠিকাদার সমিতির সভাপতি মো. সেকান্দর হোসেন ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা করা হয়েছে, কিছু অছাত্রের চাঁদাবাজির বলি হচ্ছেন ঠিকাদারেরা। তাঁরা রড, ইট, সিমেন্ট ও বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ সব ধরনের নির্মাণসামগ্রী চুরি করছেন। তাঁরা প্রকাশ্য ঠিকাদার, নির্মাণশ্রমিক ও প্রকৌশলীদের মারধর করছেন। সবশেষ ২৩ আগস্ট এসব অছাত্র পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদে এক ঠিকাদারকে গালাগাল করেছেন। তাঁকে রড দিয়ে মারধরের চেষ্টা করেছেন।
এতে আরও বলা হয়, চাঁদাবাজির এসব অভিযোগ প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অভিযোগ করায় শ্রমিকদের মারধর করে বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে গেছেন চাঁদাবাজরা। প্রতিদিনই কোথাও না কোথাও মালামাল লুট হচ্ছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ঠিকাদারেরা মানহানিসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব ঘটনায় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ঠিকাদারেরা সব নির্মাণ-সংস্কারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে ঠিকাদার সমিতির সভাপতি মো. সেকান্দর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের নামধারী কিছু অছাত্র ঠিকাদারদের থেকে চাঁদা নিচ্ছে। তাদের চাঁদাবাজির কারণে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রকল্পে কাজ করা কঠিন হয়ে পড়েছে। এসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছি। ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ থাকবে।’
ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে উন্নয়নমূলক কাজ হলে বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গল। সেখানে কেউ যদি কোনো কিছু দাবি করে, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ দিলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে ঢালাওভাবে কোন ছাত্র সংগঠনকে দায়ী করা উচিত নয়। আর ছাত্রলীগে চাঁদাবাজদের কোনো স্থান নেই।’ এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন নির্মাণ প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ এনে কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন ঠিকাদারেরা। চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁরা কোনো কাজ করবেন না বলে জানান। আজ বৃহস্পতিবার উপাচার্য বরাবর এক চিঠিতে এই কথা জানান বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ঠিকাদার সমিতির নেতারা।
সর্বশেষ গত সোমবার চাঁদার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজল ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ আব্দুর রাজ্জাককে মারধর করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সিসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিশ্ববিদ্যালয় ঠিকাদার সমিতির সভাপতি মো. সেকান্দর হোসেন ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা করা হয়েছে, কিছু অছাত্রের চাঁদাবাজির বলি হচ্ছেন ঠিকাদারেরা। তাঁরা রড, ইট, সিমেন্ট ও বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ সব ধরনের নির্মাণসামগ্রী চুরি করছেন। তাঁরা প্রকাশ্য ঠিকাদার, নির্মাণশ্রমিক ও প্রকৌশলীদের মারধর করছেন। সবশেষ ২৩ আগস্ট এসব অছাত্র পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদে এক ঠিকাদারকে গালাগাল করেছেন। তাঁকে রড দিয়ে মারধরের চেষ্টা করেছেন।
এতে আরও বলা হয়, চাঁদাবাজির এসব অভিযোগ প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অভিযোগ করায় শ্রমিকদের মারধর করে বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে গেছেন চাঁদাবাজরা। প্রতিদিনই কোথাও না কোথাও মালামাল লুট হচ্ছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ঠিকাদারেরা মানহানিসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব ঘটনায় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ঠিকাদারেরা সব নির্মাণ-সংস্কারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে ঠিকাদার সমিতির সভাপতি মো. সেকান্দর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের নামধারী কিছু অছাত্র ঠিকাদারদের থেকে চাঁদা নিচ্ছে। তাদের চাঁদাবাজির কারণে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রকল্পে কাজ করা কঠিন হয়ে পড়েছে। এসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছি। ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ থাকবে।’
ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে উন্নয়নমূলক কাজ হলে বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গল। সেখানে কেউ যদি কোনো কিছু দাবি করে, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ দিলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে ঢালাওভাবে কোন ছাত্র সংগঠনকে দায়ী করা উচিত নয়। আর ছাত্রলীগে চাঁদাবাজদের কোনো স্থান নেই।’ এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪২ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে