কক্সবাজার প্রতিনিধি

অপরাধী যে-ই হোক, ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কেউ আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে না। ট্রলারে ১০ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন। পুলিশপ্রধান গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে কক্সবাজার আসেন।
সম্প্রতি কক্সবাজারে সাগরে একটি ট্রলারে ১০ জনের লাশ উদ্ধার, টেকনাফের পাহাড়ে অপহরণ ও রোহিঙ্গা আশ্রয়শিবিরে খুনোখুনির ঘটনায় এ জেলায় অস্থির পরিস্থিতি বিরাজ করছে।
ট্রলারে ১০ লাশ উদ্ধার প্রসঙ্গে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যেকোনোভাবেই হোক না কেন, ১০টি প্রাণহানি ঘটেছে। এই ঘটনা শোনার পরপরই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠিয়েছি। এখানে সিআইডি ও পিবিআইয়ের টিম পাঠানো হয়েছে। তাদের সঙ্গে র্যাবও কাজ করছে। সবাই মিলে ঘটনার মূল কারণ উদ্ঘাটনে চেষ্টা করছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।’
জলদস্যুদের অপরাধ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আত্মসমর্পণ করা জলদস্যুদের বিষয়ে পুলিশ প্রতিনিয়ত খবর রাখছে। তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আবারও কোনো অপরাধে লিপ্ত হচ্ছে কি না তা খবর রাখছি। তাঁদের কেউ পুনরায় অপরাধে জড়িত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
অপহরণ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘অপহরণ কিংবা যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে আমাদের জাতীয় পরিষেবা ৯৯৯–এ যোগাযোগ করলেই সহযোগিতা পাচ্ছেন। সবাইকে এই সেবা নেওয়ার অনুরোধ করব। এই পরিষেবায় আমাদের টিম দক্ষতার পরিচয় দিচ্ছে। যে কেউ ফোন করে এই সেবা নিতে পারেন।’
রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন সজাগ রয়েছে বলে জানান আইজিপি। রোহিঙ্গা শিবিরে সক্রিয় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি যেমন অব্যাহত রয়েছে, তেমনি তাদের বিরুদ্ধেও থাকবে।
এর আগে আজ সকালে আইজিপি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। তিনি ক্যাম্পে ও পুলিশ সুপার কার্যালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

অপরাধী যে-ই হোক, ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কেউ আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে না। ট্রলারে ১০ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন। পুলিশপ্রধান গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে কক্সবাজার আসেন।
সম্প্রতি কক্সবাজারে সাগরে একটি ট্রলারে ১০ জনের লাশ উদ্ধার, টেকনাফের পাহাড়ে অপহরণ ও রোহিঙ্গা আশ্রয়শিবিরে খুনোখুনির ঘটনায় এ জেলায় অস্থির পরিস্থিতি বিরাজ করছে।
ট্রলারে ১০ লাশ উদ্ধার প্রসঙ্গে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যেকোনোভাবেই হোক না কেন, ১০টি প্রাণহানি ঘটেছে। এই ঘটনা শোনার পরপরই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠিয়েছি। এখানে সিআইডি ও পিবিআইয়ের টিম পাঠানো হয়েছে। তাদের সঙ্গে র্যাবও কাজ করছে। সবাই মিলে ঘটনার মূল কারণ উদ্ঘাটনে চেষ্টা করছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।’
জলদস্যুদের অপরাধ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আত্মসমর্পণ করা জলদস্যুদের বিষয়ে পুলিশ প্রতিনিয়ত খবর রাখছে। তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আবারও কোনো অপরাধে লিপ্ত হচ্ছে কি না তা খবর রাখছি। তাঁদের কেউ পুনরায় অপরাধে জড়িত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
অপহরণ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘অপহরণ কিংবা যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে আমাদের জাতীয় পরিষেবা ৯৯৯–এ যোগাযোগ করলেই সহযোগিতা পাচ্ছেন। সবাইকে এই সেবা নেওয়ার অনুরোধ করব। এই পরিষেবায় আমাদের টিম দক্ষতার পরিচয় দিচ্ছে। যে কেউ ফোন করে এই সেবা নিতে পারেন।’
রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন সজাগ রয়েছে বলে জানান আইজিপি। রোহিঙ্গা শিবিরে সক্রিয় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি যেমন অব্যাহত রয়েছে, তেমনি তাদের বিরুদ্ধেও থাকবে।
এর আগে আজ সকালে আইজিপি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। তিনি ক্যাম্পে ও পুলিশ সুপার কার্যালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে