Ajker Patrika

‘একবিন্দু রক্ত থাকতে বিদেশি কোম্পানিকে বন্দর দিতে দেবে না চট্টগ্রামবাসী’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ মে ২০২৫, ২৩: ১৬
‘একবিন্দু রক্ত থাকতে বিদেশি কোম্পানিকে বন্দর দিতে দেবে না চট্টগ্রামবাসী’
পদযাত্রার শেষপর্যায়ে বন্দর ভবনের সামনে। ছবি: আজকের পত্রিকা

যেকোনো মূল্যে চট্টগ্রাম বন্দর রক্ষায় চট্টগ্রামবাসী প্রস্তুত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক ও বন্দর রক্ষা আন্দোলনের নেতা বিপ্লব পার্থ। আজ সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে বন্দর অভিমুখে পদযাত্রা শুরুর আগে বক্তব্যে তিনি একথা বলেন।

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কোনো বিদেশি কোম্পানিকে না দেওয়া এবং বন্দরে আওয়ামী লীগ সিন্ডিকেট ভাঙার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চট্টগ্রাম বন্দর ভবন পর্যন্ত হেঁটে জনমত গঠন করে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রাটি চট্টগ্রাম প্রেসক্লাব, জামালখান, কাজীর দেউড়ি, সার্কিট হাউস, লালখান বাজার, টাইগারপাস, চৌমুহনী, আগ্রাবাদ, বারিক বিল্ডিং, ফকিরহাট, কাস্টমস হয়ে চট্টগ্রাম বন্দরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে বন্দর ভবনে ঢোকার চেষ্টা করলে সুরক্ষা কমিটির নেতাদের বাধা দেয় আনসার বাহিনী।

বিপ্লব পার্থ বলেন, ‘নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের গর্ব। এই ক্রান্তিকালে দেশের হাল ধরেছেন, চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত। আপনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ফলে এখানে বিদেশি বিনিয়োগ আসবে, সেটা খুবই প্রশংসার বিষয়। কিন্তু চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানিকে দিয়ে দেবেন, সেটা হবে না। চট্টগ্রামবাসী বীরের জাতি, বন্দর নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। একবিন্দু রক্ত থাকতে বিদেশি কোম্পানিকে বন্দর দিতে দেবে না চট্টগ্রামবাসী। নতুন নতুন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ করলে আমাদের কোনো সমস্যা নাই।’

বন্দর রক্ষা আন্দোলনের এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত এই সরকার কেন বাস্তবায়ন করছে, তা চট্টগ্রামবাসীর কাছে বোধগম্য নয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতির ঢাকার আহ্বায়ক এম এ হাশেম রাজু বলেন, ‘চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির চাবিকাঠি। এই বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বন্দর বিদেশিদের হাতে একবিন্দু রক্ত থাকতে আমরা তুলে দিতে পারি না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ইব্রাহীম খোকন, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা রাজীব বিশ্বাস, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য হাজি আবদুল গনি, চান্দগাঁও স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু দেবনাথ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, বন্দর শ্রমিক নেতা নুর হোসেন ও মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত