সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে নূর আলম (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ফকিরাপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যদের দাবি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছে।
নূর আলম সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের মাস্টারপাড়ার কালা মিয়া সরকার বাড়ির মফিজুল হকের ছেলে। তিনি সোনাগাজী বাজারে ব্যবসা করতেন।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান। তিনি বলেন, ‘নিহতের বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ফেনী জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নিহতের বড় ভাই কামাল উদ্দিন ও মামা উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রফিক জানান, সোনাগাজী বাজারের তাকিয়া রোডে একটি চা ও একটি ইলেকট্রনিকসের দোকান রয়েছে নূর আলমের। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গেলে ১০টার দিকে এক যুবক তাঁকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেন। রাত ১১টার দিকে তাঁর লাশ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে ওই যুবক পালিয়ে যান। এ ছাড়া উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ফকিরাপুল এলাকা থেকে সড়কের পাশ থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি ১৫-২০ জন সন্ত্রাসী তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাঁরা এ ঘটনায় মামলা দায়ের করবেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদেকুল করিম আরাফাত বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে রাফি নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলে নূর আলমকে হাসপাতালে রেখে পালিয়ে যান। তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে নূর আলম মারা গেছেন। তবে ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরে নিহতের পরিবার লাশ শনাক্ত করে।’
এদিকে ময়নাতদন্ত শেষে আজ শনিবার বিকেলে জানাজার পর পারিবারিক কবরস্থানে নূর আলমের লাশ দাফন করা হয় বলে জানান পরিবারের সদস্যরা।

ফেনীর সোনাগাজীতে নূর আলম (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ফকিরাপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যদের দাবি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছে।
নূর আলম সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের মাস্টারপাড়ার কালা মিয়া সরকার বাড়ির মফিজুল হকের ছেলে। তিনি সোনাগাজী বাজারে ব্যবসা করতেন।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান। তিনি বলেন, ‘নিহতের বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ফেনী জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নিহতের বড় ভাই কামাল উদ্দিন ও মামা উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রফিক জানান, সোনাগাজী বাজারের তাকিয়া রোডে একটি চা ও একটি ইলেকট্রনিকসের দোকান রয়েছে নূর আলমের। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গেলে ১০টার দিকে এক যুবক তাঁকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেন। রাত ১১টার দিকে তাঁর লাশ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে ওই যুবক পালিয়ে যান। এ ছাড়া উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ফকিরাপুল এলাকা থেকে সড়কের পাশ থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি ১৫-২০ জন সন্ত্রাসী তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাঁরা এ ঘটনায় মামলা দায়ের করবেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদেকুল করিম আরাফাত বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে রাফি নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলে নূর আলমকে হাসপাতালে রেখে পালিয়ে যান। তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে নূর আলম মারা গেছেন। তবে ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরে নিহতের পরিবার লাশ শনাক্ত করে।’
এদিকে ময়নাতদন্ত শেষে আজ শনিবার বিকেলে জানাজার পর পারিবারিক কবরস্থানে নূর আলমের লাশ দাফন করা হয় বলে জানান পরিবারের সদস্যরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৪ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২৭ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩০ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে