কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক শ্রেণির ফলাফলের ওপর ভিত্তি করে ইউজিসির ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন পাঁচ অনুষদের পাঁচজন শিক্ষার্থী। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গতকাল রোববার প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়া ১৭৮ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ তালিকাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
কুবির পাঁচ শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সনিয়া আক্তার (৩.৯৭), কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর ই জাহান তাহিন (৩.৪৬), সমাজবিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তাসলিমা আক্তার (৩.৮২), ইঞ্জিনিয়ারিং অনুষদের আইসিটি বিভাগের শিক্ষার্থী তাসপিয়া সালাম (৩.৮৮), ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিপা আক্তার (৩.৯৮)।
কুবির পাঁচ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। সামনে এই সংখ্যা আরও বাড়বে বলে আমি আশাবাদী।’
উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক শ্রেণির ফলাফলের ওপর ভিত্তি করে ইউজিসির ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন পাঁচ অনুষদের পাঁচজন শিক্ষার্থী। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গতকাল রোববার প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়া ১৭৮ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ তালিকাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
কুবির পাঁচ শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সনিয়া আক্তার (৩.৯৭), কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর ই জাহান তাহিন (৩.৪৬), সমাজবিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তাসলিমা আক্তার (৩.৮২), ইঞ্জিনিয়ারিং অনুষদের আইসিটি বিভাগের শিক্ষার্থী তাসপিয়া সালাম (৩.৮৮), ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিপা আক্তার (৩.৯৮)।
কুবির পাঁচ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। সামনে এই সংখ্যা আরও বাড়বে বলে আমি আশাবাদী।’
উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১০ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৪ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৮ মিনিট আগে